চ্যাটজিপিটির এই ৬ সীমাবদ্ধতা জানেন কি

চ্যাটজিপিটির সীমাবদ্ধতাও রয়েছেরয়টার্স

ওপেন এআইয়ের তৈরি চ্যাটবট ‘চ্যাটজিপিটি’ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি কাজে লাগিয়ে প্রোগ্রামিং কোড লেখার পাশাপাশি বিভিন্ন প্রশ্নের উত্তর দ্রুত দিতে পারে। নিজ থেকে বার্তা, নিবন্ধ বা কবিতাও লিখে থাকে। আর তাই চালুর পর থেকেই প্রযুক্তি–দুনিয়ায় আলোড়ন তৈরি করেছে চ্যাটজিপিটি। এমনকি বিভিন্ন কবি–সাহিত্যিকের অনুকরণে কবিতা বা প্রবন্ধও লিখতে পারে চ্যাটজিপিটি। এর ফলে চ্যাটজিপিটি কাজে লাগিয়ে সবকিছুই করা সম্ভব—এমন ধারণা তৈরি হয়েছে অনেকের মধ্যে। আসলেই কি তাই? বেশ কিছু কাজ রয়েছে, যেগুলো চাইলেও করতে পারে না চ্যাটজিপিটি। দেখে নেওয়া যাক চ্যাটজিপিটির সীমাবদ্ধতাগুলো—

আরও পড়ুন

২০২১ সালের পরের তথ্য জানাতে পারে না

চ্যাটজিপিটি মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিভিত্তিক মেশিন লার্নিং মডেল। ২০২১ সাল পর্যন্ত ইন্টারনেটে থাকা প্রচুর তথ্য বা ডেটা ব্যবহার করে একে প্রশিক্ষিত করা হয়েছে। এই বিশাল তথ্যভান্ডারে থাকা তথ্য কাজে লাগিয়েই চ্যাটবট বিভিন্ন কাজ করে থাকে। আর তাই ২০২১ সালের পরে ঘটে যাওয়া কোনো ঘটনার তথ্য, সংবাদ অনলাইন থেকে খুঁজে প্রতিক্রিয়া জানাতে পারে না চ্যাটজিপিটি।

আরও পড়ুন

ভবিষ্যদ্বাণী করতে পারে না

কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত (এআই) প্রযুক্তির মাধ্যমে খেলা বা রাজনীতিবিষয়ক বিভিন্ন তথ্য বিশ্লেষণ করতে পারলেও সুনির্দিষ্টভাবে ভবিষ্যদ্বাণী করতে পারে না চ্যাটজিপিটি। তবে চাইলেই খেলা বা রাজনীতির বিভিন্ন তথ্য–উপাত্ত সহজে জানাতে পারে।

রাজনৈতিক আলোচনা করতে পারে না

চ্যাটজিপিটি ব্যবহারকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারলেও রাজনৈতিক কোনো বিষয় নিয়ে আলোচনা করতে পারে না।

আরও পড়ুন

ইন্টারনেটের সব তথ্য ব্যবহার করতে পারে না

চ্যাটজিপিটির একটি বিশাল তথ্যভান্ডার রয়েছে। এই তথ্যভান্ডারে থাকা তথ্য কাজে লাগিয়েই মূলত চ্যাটজিপিটি বিভিন্ন প্রশ্নের উত্তর বা প্রতিক্রিয়া জানিয়ে থাকে। সার্চ ইঞ্জিনের মতো সরাসরি ইন্টারনেট থেকে হালনাগাদ কোনো তথ্য সংগ্রহ করে ব্যবহারকারীদের জানাতে পারে না চ্যাটজিপিটি।

সব সময় নির্ভুল উত্তর দিতে পারে না

যেসব তথ্য ও উপাত্ত দিয়ে চ্যাটজিপিটিকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, সেগুলো শতভাগ নির্ভুল নয়। এর ফলে চ্যাটজিপিটির উত্তর অনেক সময় ভুল হতে পারে। শুধু তা–ই নয়, অনেক সময় ভাষাগত সমস্যার কারণেও সঠিকভাবে তথ্য তুলে ধরতে পারে না চ্যাটজিপিটি।

নির্বিঘ্নে কাজ করতে পারে না

প্রোগ্রামিং, সফটওয়্যারের ত্রুটিসহ বিভিন্ন কারিগরি ত্রুটির কারণে সব সময় নির্বিঘ্নে কাজ করতে পারে না চ্যাটজিপিটি। এর ফলে অনেক সময় প্রশ্নের উত্তর দেওয়া অবস্থায় ‘নেটওয়ার্ক এরর’ বার্তা দেখিয়ে কাজ বন্ধ করে দেয় চ্যাটজিপিটি। শুধু তা–ই নয়, চালুর পর ব্যবহারকারীদের প্রশ্নের উত্তর দিতেও দেরি করে।

সূত্র: জেডডিনেট