ইউটিউবে মেধাস্বত্ব লঙ্ঘনের আপিল নিষ্পত্তির সময় কমছে

ইউটিউবরয়টার্স

মেধাস্বত্ব লঙ্ঘনের অভিযোগ নিষ্পত্তির সময় কমিয়ে আনার উদ্যোগ নিয়েছে ইউটিউব। এ জন্য কনটেন্ট আইডির আপিল পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আনছে ভিডিও দেখার প্ল্যাটফর্মটি। নতুন এ উদ্যোগের আওতায় এক সপ্তাহের মধ্যে মেধাস্বত্ব লঙ্ঘনের অভিযোগ নিষ্পত্তি করা হবে।

আরও পড়ুন

মেধাস্বত্ব লঙ্ঘন নিয়ে ইউটিউবের কনটেন্ট নির্মাতারা প্রায়ই ঝামেলায় পড়েন। কারণ, ইউটিউবের কনটেন্ট আইডি (কনটেন্ট আইডেন্টিফিকেশন পদ্ধতি) কাজে লাগিয়ে যেকোনো নির্মাতার বিরুদ্ধে মেধাস্বত্ব লঙ্ঘনের অভিযোগ করা যায়। তবে মেধাস্বত্ব লঙ্ঘনের অভিযোগের আপিল নিষ্পত্তির জন্য ইউটিউবে প্রায় ৩০ দিন পর্যন্ত সময় প্রয়োজন হয়। এতে সমস্যায় পড়েন অভিযুক্ত নির্মাতারা। কারণ, অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অভিযুক্ত চ্যানেলের অর্থ আয়ে সমস্যা হয়।

আরও পড়ুন

মেধাস্বত্ব লঙ্ঘনের অভিযোগ নিষ্পত্তির সময় কমিয়ে আনার পাশাপাশি ‘এসকেলেট টু আপিল’ নামের নতুন অপশন যুক্ত করতে যাচ্ছে ইউটিউব কর্তৃপক্ষ। অপশনটি চালু হলে মেধাস্বত্ব লঙ্ঘনের অভিযোগ নিষ্পত্তির জন্য সরাসরি আপিল করা যাবে।

সূত্র: নাইনটুফাইভগুগলডটকম

আরও পড়ুন