গারো তরুণ-তরুণীদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে সরকার

গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পোশাক পরিহিত আইসিটি প্রতিমন্ত্রীকে প্রতিকৃতি উপহার দেওয়া হচ্ছে
ছবি: প্রথম আলো

ফ্রিল্যান্সার সুবীর নকরেক প্রতিষ্ঠিত নকরেক আইটি ইনস্টিটিউটের মাধ্যমে ৫০০ থেকে ১ হাজার গারো তরুণ-তরুণীকে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেওয়া হবে। আইসিটি বিভাগের লার্নিং অ্যান্ড আর্নিং কর্মসূচির আওতায় প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গজনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খ্রিষ্টান এনডেভার সোসাইটি ও নকরেক আইটি ইনস্টিটিউটের উদ্যোগে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ এসব কথা বলেন। এ সময় তাঁকে গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী রীতিতে সংবর্ধনা দেওয়া হয়। গজনী অবকাশ পর্যটন কেন্দ্রের এই স্থানে অনুষ্ঠিত আইসিটি ফ্রিল্যান্সিং সেমিনারেও অংশ নেন তিনি।

অনুষ্ঠানে জুনাইদ আহ্‌মদে বলেন, ‘ওয়ান ল্যাপটপ ওয়ান ড্রিম’-এর আলোকে গারো তরুণেরাও এগিয়ে যাবেন। গারো সম্প্রদায়–অধ্যুষিত শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল ও নেত্রকোনা জেলার সমন্বয়ে বাজেট নির্ধারণ করে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। শেরপুরের কাকরকান্দির তৃষ্ণা দিও এবং টাঙ্গাইলের মধুপুরের সুবীর নকরেকের মতো তরুণেরাই উদ্যোক্তা হয়ে ডিজিটাল বাংলাদেশকে এগিয়ে নেবেন। সম্প্রতি ১২০০ নারী উদ্যোক্তাকে অনুদান দেওয়া হয়েছে। আরও দুই হাজার নারী এ সুযোগ পাবেন। তিনি গারো নারী উদ্যোক্তাদের তালিকাও আহ্বান করেন। অনুষ্ঠানের শেষে প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত রাহিতুল ইসলামের লেখা ‘বদলে দেওয়ার গান’ উপন্যাসের মোড়ক উন্মোচন করা হয়।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই–টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বিকর্ণ কুমার ঘোষ, ঝিনাইগাতীর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আবদুল্লাহেল ওয়ারেছ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল কবিরসহ অনেকে।