এবিসি নেটওয়ার্ক বিক্রি করতে পারে ডিজনি
এবিসি নেটওয়ার্কসহ অন্যান্য টেলিভিশন স্টেশন বিক্রি করতে পারে ডিজনি। এ বিষয়ে প্রাথমিক আলোচনাও করছে প্রতিষ্ঠানটি। ব্লুমবার্গের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিনোদনজগতের প্রভাবশালী প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সম্প্রচার প্রতিষ্ঠান নেক্সস্টার মিডিয়া গ্রুপের সঙ্গে এ বিষয়ে সভা করেছে। নেক্সস্টার মিডিয়া গ্রুপের অধীন শতাধিক টেলিভিশন স্টেশন রয়েছে।
তবে এবিসি নেটওয়ার্ক বিক্রির প্রাথমিক আলোচনার বিষয়টি ব্লুমবার্গের কাছে অস্বীকার করেছে ডিজনি। প্রতিষ্ঠানটি তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানিয়েছে, তারা বিকল্প হিসেবে বিভিন্ন কৌশল যাচাই করছে। তবে এবিসি নেটওয়ার্ক বিক্রির বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হচ্ছে, ডিজনি ও নেক্সস্টার মিডিয়া গ্রুপের আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং এখনো দামের বিষয়টি নিয়ে কথা হয়নি। প্রতিবেদনে ভিন্ন একটি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, দ্য ওয়েদারসহ বেশ কিছু চ্যানেলের মূল প্রতিষ্ঠান এন্টারটেইনমেন্ট স্টুডিওসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বায়রন অ্যালেনের সঙ্গেও এবিসি নেটওয়ার্ক বিক্রির বিষয়ে আলোচনা চলছে ডিজনির।
এদিকে সম্প্রতি বিনিয়োগকারীদের এক সম্মেলনে ডিজনির চ্যানেলগুলো কেনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন নেক্সস্টারের সিইও টম কার্টার। আবার গত জুলাইয়ে ইএসপিএন ছাড়া অন্যান্য বেশ কিছু চ্যানেল যেমন এবিসি, ন্যাশনাল জিওগ্রাফিক, এফএক্স বিক্রির ইঙ্গিত দেন ডিজনির সিইও বব ইগার। এর আগে দুই দফায় কর্মী ছাঁটাই করেছিল ডিজনি। বলা হচ্ছে, প্রতিষ্ঠানটির ঐতিহ্যবাহী টেলিভিশন ও চলচ্চিত্রের ব্যবসা সংকুচিত হয়ে পড়েছে।
সূত্র: দ্য ভার্জ