সেপ্টেম্বরে সর্বোচ্চ আয় চ্যাটজিপিটির, তবে কমেছে প্রবৃদ্ধি

বিং সার্চ ইঞ্জিনের তথ্য ব্যবহার করবে চ্যাটজিপিটি
রয়টার্স

গত মাসে (সেপ্টেম্বর ২০২৩) পর্যন্ত সর্বোচ্চ আয় করেছে ওপেনএআইয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির চ্যাটবট চ্যাটজিপিটি। একই সঙ্গে রেকর্ডসংখ্যক ব্যবহারকারী এ মাসেই অ্যাপটি ইনস্টল করেছেন। তবে বিগত মাসগুলোর তুলনায় কমেছে চ্যাটজিপিটির প্রবৃদ্ধির হার।

বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান অ্যাপফিগারসের তথ্য অনুসারে, গত সেপ্টেম্বরে আইওএস ও অ্যান্ড্রয়েডে ১ কোটি ৫৬ লাখ চ্যাটজিপিটি অ্যাপ নামানো হয়েছে। মোট আয় হয়েছে ৪৬ লাখ মার্কিন ডলার। তবে বিগত মাসগুলোর তুলনায় সেপ্টেম্বরে প্রবৃদ্ধির হার কমে গেছে। চলতি বছরের জুলাইয়ে প্রবৃদ্ধির হার ছিল ৩০ থেকে ৩১ শতাংশ, আগস্টে ৩৯ শতাংশ। সেপ্টেম্বরে এসে এই হার কমে দাঁড়িয়েছে ২০ শতাংশে।

চলতি বছরের জুনে চ্যাটজিপিটির মোট আয় হয় ২১ লাখ ডলার, জুলাইয়ে তা বেড়ে দাঁড়ায় ২৭ লাখ ৪০ হাজার ডলারে। আগস্টে আয়ের পরিমাণ ছিল ৩৮ লাখ ১০ হাজার ডলার আর সর্বশেষ সেপ্টেম্বরে সর্বোচ্চ আয়ের পরিমাণ দাঁড়ায় ৪৫ লাখ ৮০ হাজার ডলারে।

ধারণা করা হচ্ছে, চ্যাটজিপিটি প্লাসে গ্রাহক হওয়ার হার তুলনামূলক কমে যাওয়ায় প্রবৃদ্ধি কমেছে চ্যাটবটটির। প্রতি মাসে ১৯ দশমিক ৯৯ ডলার খরচ করে চ্যাটজিপিটি প্লাসের গ্রাহক হতে হয়। এতে ব্যবহারকারীরা বাড়তি এবং বিশেষ কিছু সুবিধা পেয়ে থাকেন।

আরও পড়ুন

আয়ের দিক থেকে এখনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অ্যাপের শীর্ষস্থানে যেতে পারেনি চ্যাটজিপিটি।

চ্যাটবটটির প্রতিদ্বন্দ্বী ‘আসক এআই’ তুলনামূলক বেশি আয় করে। অ্যাপ ফিগারসের তথ্য অনুসারে, চলতি বছরের সেপ্টেম্বরে আসক এআইয়ের মোট আয় হয় ৫৫ লাখ ১০ হাজার ডলার। তবে বিগত মাসগুলোর তুলনায় আয় কমে গেছে আসক এআইয়ের। চলতি বছরের মে মাসে আসক এআইয়ের আয় ছিল ৬৪ লাখ ৮০ হাজার ডলার, আগস্টে আয় হয় ৬৫ লাখ ৫০ হাজার ডলার।

সূত্র: ডিজিটাল ইনফরমেশন ওয়ার্ল্ড ডটকম ও টেকক্রাঞ্চ

আরও পড়ুন