উইটসা পুরস্কার পেল এটুআইয়ের দুটি উদ্যোগ

উইটসা পুরস্কার গ্রহণ করেছে এটুআই প্রকল্পসংগৃহীত

মালয়েশিয়ার পেনাং শহরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনফরমেশন টেকনোলজি (ডব্লিউসিআইটি) সম্মেলনে উইটসা গ্লোবাল ইনোভেশন অ্যান্ড টেকনোলজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস পেয়েছে এটুআই প্রকল্পের ‘ন্যাশনাল পোর্টাল ফ্রেমওয়ার্ক’ ও ‘কোভিড-১৯ ন্যাশনাল ড্যাশবোর্ড’ নামের দুটি উদ্যোগ।

গতকাল বৃহস্পতিবার সম্মেলনের সমাপনী দিনে এটুআই প্রকল্প পরিচালক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের হাতে এ পুরস্কার তুলে দেন উইটসা চেয়ারম্যান ইয়ানিস সিরোস। এ সময় উইটসার আঞ্চলিক ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সভাপতি সুব্রত সরকার উপস্থিত ছিলেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের অধীন এটুআই প্রকল্প জানিয়েছে, সম্মানজনক এ পুরস্কারের জন্য বিভিন্ন দেশের ১৬৫টি উদ্যোগ জমা পড়ে। উদ্যোগগুলোর মধ্য থেকে ন্যাশনাল পোর্টাল ফ্রেমওয়ার্ক উদ্যোগকে সম্মানজনক চেয়ারম্যান অ্যাওয়ার্ড দেওয়া হয়। কোভিড-১৯ ন্যাশনাল ড্যাশবোর্ড পেয়েছে ইনোভেটিভ ই-হেলথ সলিউশনস অ্যাওয়ার্ড।

অনুষ্ঠানে জানানো হয়, জনগণের তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত করতে সরকারি দপ্তরের তথ্য ও সেবাকে এক প্ল্যাটফর্মে আনার স্বীকৃতি হিসেবে ন্যাশনাল পোর্টাল ফ্রেমওয়ার্ক উদ্যোগকে চেয়ারম্যান অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। অন্যদিকে করোনা মহামারির সংকট মোকাবিলায় প্রযুক্তিসেবা ও নাগরিকদের চিকিৎসাসহায়তা দেওয়ায় কোভিড-১৯ ড্যাশবোর্ড উদ্যোগকে দেওয়া হয়েছে ইনোভেটিভ ই-হেলথ সলিউশনস অ্যাওয়ার্ড।

উল্লেখ্য, ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস অ্যালায়েন্সের (উইটসা) সঙ্গে বাংলাদেশসহ ৮০টি দেশের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্য সংগঠন যুক্ত রয়েছে।