দেশে এল গ্যালাক্সি ওয়াচফাইভ

বাংলাদেশের বাজারে নতুন স্মার্টঘড়ি এনেছে স্যামসাং। গ্যালাক্সি ওয়াচফাইভ নামের এ স্মার্টঘড়ি ব্যবহারকারীর ঘুমের ধরন ও স্তর বিশ্লেষণের পাশাপাশি হৃৎস্পন্দনের তথ্যও জানাতে পারে। দ্রুত চার্জিং সুবিধার স্মার্টঘড়িটি মাত্র আধা ঘণ্টার মধ্যে ৪৫ শতাংশ চার্জ হয়।

আরও পড়ুন

স্যামসাংয়ের বায়োঅ্যাকটিভ সেন্সর আইসি প্রযুক্তি সুবিধার স্মার্টঘড়িটি ব্যবহারকারীর পথ চলার দূরত্ব গণনার পাশাপাশি ব্যায়াম বা হাঁটার সময় ক্যালরি খরচের তথ্যও জানায়। ইলেকট্রিক্যাল হার্ট সেন্সর (ইসিজি) এবং অপটিক্যাল হার্ট রেট সেন্সর সুবিধা থাকায় যেকোনো সময় চাইলেই হৃৎপিণ্ডের কাজের ক্ষমতা সম্পর্কে জানা যায়।

আরও পড়ুন

এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্যামসাং জানিয়েছে, পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক উপহারসহ স্মার্টঘড়িটি কিনতে গুনতে হবে ৪২ হাজার ৯৯৯ টাকা। বাড়তি খরচ ছাড়া ছয় মাসের কিস্তিতেও কেনা যাবে স্মার্টঘড়িটি।

আরও পড়ুন