স্মার্টঘড়িতে অ্যালেক্সা

ফসিল জেনারেশন ৬ হাইব্রিড স্মার্টঘড়িফসিল

ফ্যাশনেবল এ ঘড়িটি সময় দেখানোর পাশাপাশি ব্যবহারকারীর শরীরের অক্সিজেনের মাত্রাও জানাতে পারে। পানিরোধক ঘড়িটি কাজে লাগিয়ে আমাজনের ভার্চ্যুয়াল সহকারী সেবা অ্যালেক্সাও ব্যবহার করা যায়। এ জন্য মাইক্রোফোন ও নেভিগেশন সুবিধাও যুক্ত করা হয়েছে স্মার্টঘড়িটিতে। ফলে ব্যায়াম বা একা পথ চলার সময় মুখের কথায় ঘড়িটির মাধ্যমে ইন্টারনেট থেকে বিভিন্ন তথ্য জানা যাবে।

আরও পড়ুন

ফসিল জেনারেশন ৬ হাইব্রিড মডেলের স্মার্টঘড়িটি ব্যবহারকারীর হৃৎস্পন্দনও শনাক্ত করতে পারে। ফসিল কিউ ইন্টেল অ্যাটম প্রসেসরে চলা স্মার্টঘড়িটির সাহায্যে সামাজিক যোগাযোগের সাইট ব্যবহারের পাশাপাশি ই–মেইল ও বার্তা পাঠানো সম্ভব।
ব্লুটুথ প্রযুক্তিনির্ভর স্মার্টঘড়িটি বেশ কয়েকটি রঙে পাওয়া যায়। চাইলে ইচ্ছেমতো বিভিন্ন যন্ত্রাংশ পরিবর্তনের সুযোগ মিলবে। কিনতে গুনতে হবে ২৪৯ মার্কিন ডলার।
সূত্র: এনডিটিভি

আরও পড়ুন