ত্রিমাত্রিক কলম

ত্রিমাত্রিক কলমথ্রিডুডলার

শখের বসে বিভিন্ন খেলনা, ফুল বা জীবজন্তুর ছবি আঁকে শিশুরা। ছবিতে থাকা খেলনা, ফুল বা জীবজন্তুগুলো হাত দিয়ে ধরতে পারলে ভালো লাগত নিশ্চয়ই। সময় বদলেছে, প্রযুক্তিও উন্নত হয়েছে। এখন ছবি আঁকার আদলে থ্রিডি (ত্রিমাত্রিক) কলম দিয়ে নিজেদের ইচ্ছেমতো খেলনা, ফুল বা জীবজন্তুর অবয়ব তৈরি করতে পারবে শিশুরা।

আরও পড়ুন

থ্রিডুডলার স্টার্টপ্লাস নামের এ কলমে কালির বদলে বেশ কিছু উপাদান দেওয়া থাকে। এসব উপাদান দিয়ে ত্রিমাত্রিক খেলনা বা জীবজন্তুর ত্রিমাত্রিক অবয়ব তৈরি করা যায়। এ জন্য বাড়তি কষ্টও করতে হয় না। কলমের বিশেষ স্থানে চাপ দিলেই ভেতরে থাকা উপাদানগুলো বের হয়। ফলে সহজেই পছন্দের খেলনা বা জীবজন্তুর অবয়ব তৈরি করা সম্ভব।

আরও পড়ুন

৬ থেকে ১২ বছর বয়সী শিশুদের উপযোগী ত্রিমাত্রিক কলমটি তৈরি করেছে থ্রিডুডলার। কলমটিতে আটটি রঙের উপাদান থাকায় বিভিন্ন রঙের খেলনা বা জীবজন্তুর অবয়ব তৈরি করা যায়। দাম ৫০ ডলার।
সূত্র: জেডডিনেট

আরও পড়ুন