আইফোন ১৪ প্রো নাকি আইফোন ১৫ প্রো; কোনটি কিনবেন
১২ সেপ্টেম্বর রাত ১১টায় যুক্তরাষ্ট্রে আয়োজিত ‘ওয়ান্ডারলাস্ট’ অনুষ্ঠানে আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো এবং ১৫ প্রো ম্যাক্স মডেলের চারটি নতুন আইফোন আনার ঘোষণা দিয়েছে অ্যাপল। সাধারণত প্রতিবছরই সব সিরিজের প্রো ও প্রো ম্যাক্স সংস্করণের ফোন নিয়ে বেশি আলোচনা হয়। এবারও আইফোন ১৫ প্রোর বিভিন্ন সুবিধা নিয়ে নানা মতামত দিচ্ছেন বিশ্লেষকেরা।
আবার গত বছর বাজারে আসা আইফোন ১৪ প্রোর নামও এসব আলোচনায় উঠে আসছে। দুটি ফোনের মধ্যে তুলনাও করছেন অনেকে। ১৪ প্রো ও ১৫ প্রো ফোনের মধ্যে পার্থক্য এবং সুবিধা-অসুবিধা তুলে ধরেছে জেডডিনেট। সেই বিশ্লেষণ দেখে নেওয়া যাক।
আইফোন ১৪ প্রোর বিশেষত্ব
পর্দা: ১২০ গিগাহার্টজের ৬ দশমিক ১ ইঞ্চির ওএলইডি পর্দা
ওজন: ২০৬ গ্রাম
প্রসেসর: এ১৬ বায়োনিক চিপ
র্যাম ও স্টোরেজ: ৬ জিবি র্যাম এবং ১২৮, ২৫৬, ৫১২ গিগাবাইট ও ১ টেরাবাইট স্টোরেজ
ব্যাটারি: ৩ হাজার ২০০ এমএএইচ এবং ২০ ওয়াটের চার্জিং
ক্যামেরা: ৪৮ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরাসহ ১২ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, টেলিফটো ও ফ্রন্ট ক্যামেরা
সংযোগ: ফাইভ-জি
দাম: ৭৯৯ মার্কিন ডলার
আইফোন ১৫ প্রোর বিশেষত্ব
পর্দা: ১২০ গিগাহার্টজের ৬ দশমিক ১ ইঞ্চির ওএলইডি পর্দা
ওজন: ১৮৭ গ্রাম
প্রসেসর: এ১৭ প্রো চিপ
র্যাম ও স্টোরেজ: ৮ জিবি র্যাম এবং ১২৮, ২৫৬, ৫১২ গিগাবাইট ও ১ টেরাবাইট স্টোরেজ
ব্যাটারি: ৩ হাজার ৬৫০ এমএএইচ এবং ২০ ওয়াটের চার্জিং
ক্যামেরা: ৪৮ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরাসহ ১২ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, দুটি টেলিফটো ও ফ্রন্ট ক্যামেরা
সংযোগ: ফাইভ-জি
দাম- ৯৯৯ মার্কিন ডলার
দামের দিক থেকে এগিয়ে আইফোন ১৪ প্রো
আইফোন ১৪ প্রোর চেয়ে কিছু সুবিধায় এগিয়ে রয়েছে আইফোন ১৫ প্রো। ব্যাটারি, চিপ সেট, র্যাম ছাড়া অন্যান্য যন্ত্রাংশ একই ক্ষমতার। আইফোন ১৪ প্রোর দাম আইফোন ১৫ প্রোর চেয়ে ২০০ ডলার কম। তাই দাম বিবেচনায় এগিয়ে থাকবে আইফোন ১৪ প্রো।
ইউএসবি সি
ইউএসবি সি পোর্টসহ নতুন কিছু সুবিধা আইফোন ১৫ প্রোতে। ইউরোপীয় ইউনিয়নের নীতিমালা মেনে অ্যাপল যন্ত্রে ইউএসবি সি পোর্ট যুক্তের কথা কয়েক বছর ধরেই শোনা যাচ্ছিল। আর তাই এবার লাইটনিং কানেক্টরের বদলে ইউএসবি সি পোর্ট সুবিধা থাকছে আইফোন ১৫ সিরিজে। টাইটেনিয়াম খাপ ও অ্যাকশন বাটন যুক্ত করা হয়েছে আইফোন ১৫ প্রোতে। টাইটেনিয়াম কাঠামোর কারণে ফোনটির ওজন কম। এ ছাড়া একটি বাড়তি টেলিফটো ক্যামেরা যুক্ত হয়েছে এতে।
ব্যাটারির সক্ষমতা কিছুটা বেড়েছে। ব্যবহৃত হয়েছে এ১৭ প্রো চিপ সেট। তাই প্রযুক্তির দিক থেকে এগিয়ে থাকবে আইফোন ১৫ প্রো।