রোগীর কাছে ওষুধ পৌঁছে দেয় এই রোবট

রোগীর কাছে নির্দিষ্ট সময়ে ওষুধ নিয়ে হাজির হয় এই রোবটঅ্যাকাডেমি অব রোবোটিকস

হাসপাতালে ভর্তি রোগীদের কাছে নির্দিষ্ট সময়ে ওষুধ নিয়ে হাজির হয় এই রোবট। নিজ থেকে পথ চলতে সক্ষম রোবটটি যেকোনো বাধাও শনাক্ত করতে পারে। ফলে অন্যদের চলাচলে কোনো সমস্যা হয় না। কর্মীদের ওপর চাপ কমাতে পরীক্ষামূলকভাবে এ রোবট ব্যবহার শুরু করেছে যুক্তরাজ্যের মিলটন কিনেস ইউনিভার্সিটি হাসপাতাল।

আরও পড়ুন

মিলটন নামের এ রোবট তৈরি করেছে যুক্তরাজ্যের প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাকাডেমি অব রোবোটিকস। চালকবিহীন যানবাহন তৈরির প্রযুক্তি নিয়ে কাজ করা প্রতিষ্ঠানটির তথ্যমতে, সোনার এবং লাইডার প্রযুক্তি থাকায় নিজ থেকেই নির্দিষ্ট স্থানে যেতে পারে এই রোবট। ফলে ওষুধ এবং চিকিৎসাপত্র সহজেই একস্থান থেকে অন্যস্থানে পাঠানো সম্ভব।

আরও পড়ুন

একাডেমি অব রোবোটিকসের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) উইলিয়াম সচিটি জানিয়েছেন, সাহায্যকারী এই রোবট হাসপাতালের কর্মী এবং রোগী উভয়ের জন্যই সহায়ক হবে। তবে রোগীরা এই প্রযুক্তি কীভাবে গ্রহণ করবে, তা জানা হাসপাতালের জন্য গুরুত্বপূর্ণ। সবকিছু ঠিক থাকলে আগামী বছর যুক্তরাজ্যের বিভিন্ন হাসপাতালে এ ধরনের রোবট বাজারজাত করা হতে পারে।
সূত্র: মেইল অনলাইন

আরও পড়ুন