হাঙর মাছের কথা উঠলেই চোখের কোণে ভেসে ওঠে পানির ভেতর থেকে হঠাৎ করে লাফিয়ে ওঠা বিশাল এক মাছের ছবি। রোমাঞ্চপ্রিয় নানা বয়সী মানুষকে হাঙরের মতোই পানির ভেতর থেকে লাফিয়ে ওঠার সুযোগ দেবে এই জলযান। হাঙরের আদলে তৈরি জলযানটিতে চড়ে পানির নিচে ঘুরে বেড়ানোরও সুযোগ মিলবে।
জেট শার্ক কিউ মডেল নামের জলযানটি লম্বায় ২০ ফুট। ৪ জন যাত্রী নিয়ে সর্বোচ্চ ৭২ কিলোমিটার গতিতে চলতে সক্ষম জলযানটিতে চড়ে পানির ৫ ফুট গভীরেও যাওয়া যায়। এ জন্য যাত্রীদের বাড়তি কোনো ঝামেলা করতে হয় না, ঢাকনা বন্ধ করে দিলেই পানির নিচে চলতে পারে জলযানটি।
নিউজিল্যান্ডের জেট শার্ক প্রতিষ্ঠানের তৈরি জলযানটি শিগগিরই বাজারে আসতে পারে। নির্মাতা প্রতিষ্ঠানের তথ্যমতে, বিক্রির কার্যক্রম শুরুর আগে আসনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি জলযানটির গতি আরও বৃদ্ধি করা হবে।
সূত্র: মেইল অনলাইন