দুবাইয়ের আকাশে উড়ুক্কু গাড়ি

দুবাইয়ের আকাশে উড়ছে উড়ুক্কু গাড়িএএফপি

দুবাইয়ের আকাশে উড়ে বেড়িয়েছে এই উড়ুক্কু গাড়ি। ‘এক্সপেং এক্স২’ নামের এ গাড়ি ৩০০ ফুট ওপর দিয়ে সর্বোচ্চ ৮০ মাইল গতিতে ৩৫ মিনিট উড়তে পারে। চীনের অটোমোবাইল নির্মাতা এক্সপেংয়ের তৈরি এ গাড়ি ব্যাটারিতে চলায় জ্বালানি খরচ হয় না।

আরও পড়ুন
উড়ুক্কু গাড়ি
এএফপি

উড়ুক্কু এ গাড়ির চারপাশে চারটি প্রপেলার রয়েছে। হেলিকপ্টারের আদলে গাড়িটি খাড়াভাবে ওঠানামা করতে পারে। ফলে রানওয়ের বদলে শহরের যেকোনো স্থানে ওঠানামা করতে পারবেন যাত্রীরা। ১৬ দশমিক ৩ ফুট উচ্চতা এবং ১৫ দশমিক ৭ ফুট লম্বা গাড়িটির ওজন ৫৬০ কেজি।

আরও পড়ুন
উড়ুক্কু গাড়ি
এএফপি

উড়ুক্কু এ গাড়িতে আসন রয়েছে দুটি। চাইলে রিমোট কন্ট্রোলের সাহায্যে দূর থেকে নিয়ন্ত্রণ করা যায়। ফলে চালক ছাড়াই একসঙ্গে দুজন যাত্রী নিয়ে উড়তে পারে গাড়িটি। যাত্রীদের নিরাপত্তায় প্যারাস্যুটও রয়েছে। ফলে দুর্ঘটনার আশঙ্কা থাকলে নিরাপদে নিচে নেমে আসা যাবে। ২০২৫ সালের মধ্যে বাণিজ্যিকভাবে এ গাড়ি বাজারজাত করা হবে বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠানটি।
সূত্র: ডেইলিমেইল, এএফপি

আরও পড়ুন