অ্যাপল ওয়াচের পর্দা কেন সবুজ হয়ে যাচ্ছে

অ্যাপল ওয়াচরয়টার্স

গত সপ্তাহে আইফোনের পাশাপাশি অ্যাপল ওয়াচের অপারেটিং সিস্টেমও হালনাগাদ করেছে অ্যাপল। প্রতিষ্ঠানটির দাবি, আগের সংস্করণে থাকা বেশ কিছু নিরাপত্তাত্রুটি দূর করে ‘ওয়াচওএস ৯.৫’ উন্মুক্ত করা হয়েছে। কিন্তু সংস্করণটি নামানোর পর অ্যাপল ওয়াচের পর্দা সবুজ রঙের হয়ে গেছে বলে অভিযোগ করেছেন অনেক ব্যবহারকারী। তাঁদের ধারণ, হালনাগাদ সংস্করণের ওয়াচওএসে কারিগরি ত্রুটি থাকার কারণেই এ সমস্যা হয়েছে।

অ্যাপল ওয়াচের পর্দার রং পরিবর্তনের বিষয়ে খুদে ব্লগ লেখার সাইট টুইটারে এক ব্যবহারকারী লিখেছেন, ‘হ্যাঁ, আমি ভেবেছিলাম, এটা আমার সবুজ ঘড়ির মুখ। ভালো মান নিয়ন্ত্রণ...না।’ অপর ব্যবহারকারী লিখেছেন, ‘আমি ভেবেছিলাম, তারা এটির চেহারা পরিবর্তন করেছে।’

জানা গেছে, অ্যাপল ওয়াচ ৮ এবং এর আগের সংস্করণের অ্যাপল ওয়াচগুলোতে এ সমস্যা দেখা দিয়েছে। এরই মধ্যে বেশ কয়েকজন ব্যবহারকারী অ্যাপলের কাছে এ বিষয়ে অভিযোগও করেছেন।

অ্যাপল ওয়াচের পর্দার রং পরিবর্তনের ত্রুটির কথা জানার পরও কোনো মন্তব্য করেনি অ্যাপল।

আরও পড়ুন

সম্প্রতি আইওএস ১৬.২ সংস্করণ হালনাগাদ করার পর প্রায় একই ধরনের সমস্যায় পড়েছিলেন অনেক আইফোন ব্যবহারকারী। সে সময় তাঁরা জানিয়েছিলেন, আইওএস হালনাগাদের পর আইফোন চালু করলে পর্দায় সবুজ ও হলুদ রঙের আড়াআড়ি দাগ দেখা যাচ্ছে। কিছুক্ষণ পর ধীরে ধীরে দাগটি মুছে যায়। বারবার আইফোন বন্ধ করেও এ সমস্যা থেকে রক্ষা পাওয়া যায় না।
সূত্র: মেইল অনলাইন

আরও পড়ুন