গোলরক্ষক রোবট

গোলরক্ষক রোবটহাইব্রিড রোবোটিকস ল্যাব

পুরোদস্তুর গোলরক্ষকের মতো চারপাশে ঝাঁপিয়ে পড়ে গোল ঠেকাতে পারে চার পায়ের এ রোবট। এমআইটির রোবোটিকস ল্যাবরেটরির তৈরি এ রোবটকে গোল ঠেকানোর প্রযুক্তি শিখিয়েছে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার হাইব্রিড রোবোটিকস ল্যাব।

আরও পড়ুন

হাইব্রিড রোবোটিকস ল্যাবের গবেষকদের দাবি, সাধারণত একজন গোলরক্ষক গড়ে ৬৯ শতাংশ বল ঠেকাতে পারেন। কিন্তু গোলমুখে আসা ৮৭ দশমিক ৫ শতাংশ বলই ফিরিয়ে দিতে পারে রোবটটি। এতে মানুষের চেয়েও এ রোবটের গোল ঠেকানোর হার বেশি।

আরও পড়ুন

রোবটকে গোলরক্ষকের প্রশিক্ষণ দিতে ব্যবহার করা হয়েছে রিইনফোর্সমেন্ট লার্নিং প্রযুক্তি। মেশিন লার্নিং ও কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয়ে তৈরি এ প্রযুক্তি ব্যবহার করে গোলবারের দিকে আসা বলের অবস্থান ও গতি শনাক্ত করে ডানে–বাঁয়ে ঝাঁপিয়ে পড়ে রোবটটি। শুধু তা–ই নয়, পুনরায় বল ঠেকানোর জন্য দ্রুত আগের জায়গায় ফিরেও যায়।

আরও পড়ুন

হাঁটা ও দৌড়ানোর পাশাপাশি নির্দিষ্ট দিকে ঝাঁপিয়ে পড়তে সক্ষম আকারের ছোট এ রোবটের ওজন ২০ পাউন্ড। ক্যামেরা যুক্ত না থাকলেও অন্য ক্যামেরায় ধারণ করা ছবি ও অ্যালগরিদম বিশ্লেষণ করে নড়াচড়া করে এ রোবট।
সূত্র: মেইল অনলাইন

আরও পড়ুন