ফোরকে ভিডিও সম্পাদনা করা যায় এই ট্যাবে

শাওমি প্যাড ৬শাওমি

দেশের বাজারে ‘শাওমি প্যাড ৬’ মডেলের নতুন ট্যাবলেট কম্পিউটার (ট্যাব) এনেছে শাওমি। ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সুবিধার ১১ ইঞ্চি পর্দার ট্যাবটিতে স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর এবং ৮ গিগাবাইট র‍্যাম রয়েছে। ২৮৮০ বাই ১৮০০ পিক্সেল রেজল্যুশন সুবিধা থাকায় ট্যাবটি ব্যবহার করে চাইলেই ফোরকে ভিডিও সম্পাদনা করা যায়। ট্যাবটির দাম ধরা হয়েছে ৪২ হাজার ৯৯৯ টাকা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে শাওমি বাংলাদেশ।

২৫৬ গিগাবাইট ধারণক্ষমতার ট্যাবটিতে শক্তিশালী ব্যাটারিসহ ৩৩ ওয়াটের টাইপ সি ফাস্ট চার্জার থাকায় দীর্ঘ সময় গেম খেলার পাশাপাশি ভিডিও দেখার সুযোগ মিলে থাকে। ১৩ মেগাপিক্সেলের ক্যমেরাযুক্ত ট্যাবটি দিয়ে ভালো মানের ছবিও তোলা সম্ভব। ডলবি অ্যাটমসের কোয়াড স্টেরিও স্পিকার সুবিধার ট্যাবটিতে কিবোর্ড এবং শাওমি স্মার্টপেনও ব্যবহার করা যায়।