দেশে এল আইফোন ১৫, দাম কত জানেন কি

আইফোন ১৫ সিরিজের নতুন চারটি মডেল বাংলাদেশে পাওয়া যাচ্ছেসংগৃহীত

গত সেপ্টেম্বর মাসে উন্মুক্ত হওয়া আইফোন ১৫ সিরিজের নতুন চারটি মডেল বাংলাদেশে বাজারজাত শুরু করেছে এক্সিকিউটিভ মেশিনস লিমিটেড। আজ বৃহস্পতিবার রাজধানীর গুলশানে নিজ শোরুমে আয়োজিত এক অনুষ্ঠানে ‘আইফোন ১৫’, ‘আইফোন ১৫ প্লাস’, ‘আইফোন ১৫ প্রো’ এবং ‘আইফোন ১৫ প্রো ম্যাক্স’ মডেলের আইফোন বিক্রি শুরুর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এক্সিকিউটিভ মেশিনস লিমিটেডের পরিচালক আবদুল মতিন জানিয়েছেন, ২০০৮ সাল থেকে বাংলাদেশে অ্যাপলের অনুমোদিত পুনর্বিক্রেতা ও সেবা প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে এক্সিকিউটিভ মেশিনস লিমিটেড। আইফোন ১৫ সিরিজে আগের মডেলগুলোর তুলনায় অনেক নতুনত্ব এনেছে অ্যাপল। বিশেষ করে আইফোন ১৫ প্রো মডেলে প্রথমবারের মতো টাইটানিয়াম খাপ ব্যবহার করা হয়েছে। এক বছরের বিক্রয়োত্তর সুবিধাসহ নতুন আইফোনগুলো প্রতি মাসে ৪ হাজার ৪৪৪ টাকা কিস্তিতেও কেনা যাবে।

আরও পড়ুন

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আইফোন ১৫’ মডেলের ১২৮, ২৫৬ ও ৫১২ গিগাবাইট সংস্করণের দাম ধরা হয়েছে যথাক্রমে ১ লাখ ৫৯ হাজার ৯৯৯ টাকা, ১ লাখ ৭৯ হাজার ৯৯৯ টাকা ও ২ লাখ ১৯ হাজার ৯৯৯ টাকা।

‘আইফোন ১৫ প্লাস’ মডেলের দাম যথাক্রমে ১ লাখ ৭৯ হাজার ৯৯৯ টাকা, ১ লাখ ৯৯ হাজার ৯৯৯ টাকা ও ২ লাখ ৩৯ হাজার ৯৯৯ টাকা।

১২৮, ২৫৬ ও ৫১২ গিগাবাইটসহ ১ টেরাবাইট সংস্করণের ‘আইফোন ১৫ প্রো’ মডেলের দাম যথাক্রমে ১ লাখ ৯৯ হাজার ৯৯৯ টাকা, ২ লাখ ১৯ হাজার ৯৯৯ টাকা, ২ লাখ ৫৯ হাজার ৯৯৯ টাকা এবং ২ লাখ ৯৯ হাজার ৯৯৯ টাকা।

২৫৬ ও ৫১২ গিগাবাইট ও ১ টেরাবাইট সংস্করণের ‘আইফোন ১৫ প্রো ম্যাক্স’ মডেলের দাম যথাক্রমে ২ লাখ ৩৯ হাজার ৯৯৯ টাকা, ২ লাখ ৭৯ হাজার ৯৯৯ টাকা ও ৩ লাখ ১৯ হাজার ৯৯৯ টাকা।

আরও পড়ুন