ত্রিমাত্রিক ফুল বানিয়ে দেবে এই প্রিন্টার

ছবি অনুযায়ী নিখুঁতভাবে ফুল তৈরি করে দেয় এই থ্রি–ডি প্রিন্টারঅ্যাংকারমেক

তাজা ফুলের পাশাপাশি কৃত্রিম ফুল দিয়ে ঘর সাজান অনেকেই। কিন্তু দোকানে চাইলেই মনের মতো ফুল পাওয়া যায় না সব সময়। পাওয়া গেলেও সেগুলোর আকার বা রং পছন্দ হয় না। এ সমস্যার সমাধান দেবে ‘দ্য অ্যাংকারমেক এম৫ সি’ মডেলের ত্রিমাত্রিক (থ্রি–ডি) প্রিন্টার। স্মার্টফোন বা কম্পিউটারে ফুলের ত্রিমাত্রিক ছবি নির্দিষ্ট করে দিলেই প্রিন্টারটি ছবি অনুযায়ী নিখুঁতভাবে ফুল তৈরি করে দেবে। আর তাই পছন্দের ফুলের পাশাপাশি চাইলে বিদেশি সিনেমার দৃশ্যে থাকা ফুলও প্রিন্ট করে ঘর সাজানো যাবে।

আরও পড়ুন

অ্যাংকারমেকের তৈরি থ্রি–ডি প্রিন্টারটি দিয়ে ফুলের পাশাপাশি বিভিন্ন ধরনের খেলনা এবং শোপিসও তৈরি করা যায়। ত্রিমাত্রিক প্রিন্ট করার জন্য প্রিন্টারটির সঙ্গে বিভিন্ন রঙের বেশ কিছু উপাদান দেওয়া থাকে। ফলে নির্দিষ্ট অ্যাপ বা সফটওয়্যার ব্যবহার করে যেকোনো ব্যক্তি সহজেই পছন্দের ফুল, খেলনা বা পণ্য তৈরি করতে পারেন। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের বাজারে উন্মুক্ত হওয়া এই প্রিন্টারের দাম ৩৯৯ ডলার।
সূত্র: দ্য ভার্জ

আরও পড়ুন