এই মনিটরের পর্দা ছোট-বড় করা যায়

রোলেবল ফ্লেক্সস্যামসাং

মনিটরের পর্দার আকার নিয়ে ব্যবহারকারীদের রয়েছে বিভিন্ন মত। কেউ ছোট পর্দার মনিটর পছন্দ করেন, কারও আবার বড় পর্দা ছাড়া কাজ করতে ভালো লাগে না। সমস্যার সমাধান দিতে পর্দার আকার পরিবর্তন করতে সক্ষম মনিটরের নমুনা তৈরি করেছে স্যামসাং।

‘রোলেবল ফ্লেক্স’ নামের এই মনিটরে ব্যবহার করা হয়েছে ওএলইডি বা অর্গানিক লাইট-এমিটিং ডায়োড প্রযুক্তি। মনিটরের পর্দার আকার সর্বনিম্ন ২ ইঞ্চি হলেও সর্বোচ্চ ১০ ইঞ্চি পর্যন্ত বড় করে ব্যবহার করা যায়। ফলে চাইলেই নিজেদের প্রয়োজন অনুযায়ী মনিটরের পর্দার আকার পরিবর্তন করা যাবে।

মনিটরটির বিশেষত্ব হচ্ছে এটির পর্দার আকার ছোট করার সময় নিজ থেকেই ভাঁজ হয়ে নিচে থাকা বাক্সে প্রবেশ করে। ফলে মনিটরের বাড়তি অংশ খুলতে হয় না বা রাখার জন্য বাড়তি জায়গা প্রয়োজন হয় না। পরীক্ষামূলকভাবে তৈরি মনিটরটি এরই মধ্যে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ‘ডিসপ্লে উইক’ প্রযুক্তি প্রদর্শনীতে প্রদর্শন করেছে স্যামসাং।
সূত্র: ডেইলি মেইল