ইনস্টাগ্রামে ব্যক্তিগত পোস্টের জন্য আসছে ‘ফ্লিপসাইড’ সুবিধা

ইনস্টাগ্রামে সহজেই ব্যক্তিগত পোস্ট করা যাবেমেটা

ইনস্টাগ্রামে কোনো পোস্ট প্রকাশ করলে সেগুলো অ্যাকাউন্ট অনুসরণ করা সব ব্যক্তি দেখতে পারেন। আর তাই ব্যক্তিগত বিভিন্ন পোস্ট চাইলেও সব সময় করা যায় না। বর্তমানে ‘ক্লোজ ফ্রেন্ডস’ তালিকায় থাকা ব্যক্তিদের আলাদাভাবে পোস্ট প্রদর্শনের সুযোগ থাকলেও অনেক সময় বিব্রতকর সমস্যার মুখোমুখি হতে হয়। এ সমস্যার সমাধানে ব্যক্তিগত পোস্টের জন্য ‘ফ্লিপসাইড’ নামে নতুন সুবিধা চালু করতে যাচ্ছে ইনস্টাগ্রাম।

ইনস্টাগ্রামে অনেকেই পাবলিক অ্যাকাউন্টের পাশাপাশি আলাদাভাবে ব্যক্তিগত অ্যাকাউন্ট ব্যবহার করেন। ব্যক্তিগত অ্যাকাউন্টে সাধারণত পরিবারের সদস্য বা বন্ধুদের যুক্ত করা হয়। ‘ফ্লিপসাইড’ সুবিধা চালু হলে পাবলিক অ্যাকাউন্ট থেকেই ব্যক্তিগত অ্যাকাউন্টের মতো আলাদাভাবে নির্দিষ্ট ব্যক্তিদের জন্য পোস্ট করা যাবে। এমনকি ফ্লিপসাইড প্রোফাইলের জন্য আলাদা ছবি, পরিচিত ও প্রোফাইল নামও ব্যবহার করা যাবে। ফলে ব্যক্তিগত অ্যাকাউন্টের মতোই সব সুবিধা পাওয়া যাবে ফ্লিপসাইডে।

আরও পড়ুন

ফ্লিপসাইড সুবিধা চালু হলে ইনস্টাগ্রাম ফিডের নির্দিষ্ট স্থানে পরিচিত ব্যক্তিদের ব্যক্তিগত পোস্টগুলো দেখা যাবে। এরই মধ্যে বেশ কিছু ইনস্টাগ্রাম ব্যবহারকারী পরীক্ষামূলকভাবে এ সুবিধা পরখ করছেন। বিষয়টি স্বীকার করে ইনস্টাগ্রাম প্রধান অ্যাডাম মোসেরি জানিয়েছেন, ফ্লিপসাইড সুবিধা চালুর আগে ব্যবহারকারীদের মতামত সংগ্রহ করা হচ্ছে। তবে কবে নাগাদ এ সুবিধা সবার জন্য উন্মুক্ত করা হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানাননি তিনি।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

আরও পড়ুন