চাকরির খোঁজে মহাকাশ ভ্রমণের সুযোগ দেবে ‘লিথাল কোম্পানি’ গেম

লিথাল কোম্পানি গেমসের একটি দৃশ্যছবি: স্টিম

এমন একটি চাকরির সন্ধান পাওয়া গেলে কেমন হতো, যেখানে কাজ হলো শুধু ঘুরে বেড়ানো, তা–ও আবার মহাকাশে? ঠিক এই সুযোগটি করে দিচ্ছে মহাকাশের একটি প্রতিষ্ঠান। কাজ খুবই সহজ। মহাকাশের বিভিন্ন উপগ্রহ থেকে পরিত্যক্ত জঞ্জাল সংগ্রহ করতে হবে। এরপর সেগুলো সেই প্রতিষ্ঠানে জমা দিতে হবে। বাস্তবে সম্ভব না হলেও ‘লিথাল কোম্পানি’ নামের ভিডিও গেমে অভিনব এই চাকরি করার সুযোগ মিলবে।

পরিত্যক্ত উপগ্রহের সন্ধানে

গেমটি মূলত খেলতে হবে ভবিষ্যতের পরিত্যক্ত এক পৃথিবীতে। ভ্রমণের সুবিধার্থে গেমটিতে স্বয়ংক্রিয় মহাকাশযান ব্যবহারের সুযোগ মিলবে। গেমের শুরুতেই নিজেকে দেখা যাবে সেই মহাকাশযানের ভেতরে। স্বয়ংক্রিয় এই মহাকাশযানে রয়েছে বিভিন্ন সুবিধা। মহাকাশযান নিয়ন্ত্রণের জন্য রয়েছে একটি কম্পিউটার ও দুটি মনিটর। কম্পিউটারের স্ক্রিনে ‘হেল্প’ লিখলেই চলে আসবে ‘মুন’, ‘স্টোর’, ‘বিস্টিয়ারি’সহ বিভিন্ন অপশন। এরপর ‘মুন’ বা উপগ্রহ অপশনটি টাইপ করে পছন্দের উপগ্রহে যাওয়া যাবে।

লিথাল কোম্পানিতে সাতটি উপগ্রহে ভ্রমণের সুযোগ রয়েছে। এই উপগ্রহগুলোর রয়েছে নিজস্ব বৈচিত্র্য। প্রতিটি উপগ্রহে পাওয়া যাবে একটি পরিত্যক্ত কারখানা। উপগ্রহের নাম কি-বোর্ডে টাইপ করলে মহাকাশ যান চলে যাবে উপগ্রহটির কক্ষপথে। এরপর লিভার চাপলেই মহাকাশযানের দরজা খুলে যাবে।

মহাকাশযান থেকে নেমে প্রথম কাজ হলো উপগ্রহে থাকা পরিত্যক্ত কারখানা খুঁজে বের করা। প্রতিটি কারখানায় প্রবেশের জন্য দুটি পথ রয়েছে। একটি হলো সদর দরজা বা ‘মেইন এন্ট্রান্স’ এবং অপরটি ‘ফায়ার এক্সিট’। যেকোনো দরজা দিয়ে কারখানায় প্রবেশ করে সংগ্রহ করা যাবে পরিত্যক্ত ইঞ্জিন, লাইট, খেলনা রোবট, মুখোশ, বাঁশি ইত্যাদি। আবার দিন থাকতে থাকতে মহাকাশযানে ফিরে আসতে হবে পর্যাপ্ত জঞ্জাল নিয়ে। এভাবে প্রতিদিন একটি করে উপগ্রহে ভ্রমণ করা যাবে।  

আরও পড়ুন

তবে এই ভ্রমণ মোটেও নিরাপদ নয়। এই উপগ্রহে আছে নানা জাতের ক্ষতিকর উদ্ভিদ ও মৌমাছি। কারখানার অন্ধকারে শিকারের জন্য অপেক্ষা করছে দানবীয় মাকড়সা। বনের ভেতর ওত পেতে আছে এক বিশাল দানব, যা কাউকে দেখামাত্র আক্রমণ করে থাকে। প্রতিষ্ঠান থেকে একটি নির্দিষ্ট কোটা বা অর্থের পরিমাণ নির্ধারণ করা দেওয়া হয়। ফলে গেমারকে শত্রুদের বাধা পেরিয়ে নির্দিষ্ট পরিমাণ জঞ্জাল নিয়ে তিন দিন পরপর প্রতিষ্ঠানে জমা দিতে হবে। এভাবে একজন গেমার হয়ে উঠবেন প্রতিষ্ঠানটির ‘গ্রেটেস্ট অ্যাসেট’।

লিথাল কোম্পানি গেমটি একসঙ্গে সর্বোচ্চ চারজনের সঙ্গে খেলা যায়। কম্পিউটার ব্যবহারকারীরা ‘স্টিমপাওয়ার্ড ডটকম’ এ অ্যাকাউন্ট খুলে লিথাল কোম্পানি গেমটি ডাউনলোড করতে পারবেন। গেমটির দাম ১০ ডলার অর্থাৎ ১ হাজার ১০০ টাকার কাছাকাছি। তবে বিভিন্ন অফারে গেমটি ৩ থেকে ৫ ডলারে কিনতে পাওয়া যাবে।

গেমটি খেলার জন্য কমপক্ষে ইন্টেল কোর আইফাইভ প্রসেসরে চলা কম্পিউটার ব্যবহার করতে হবে। হার্ডডিস্কে ১ গিগাবাইট জায়গা খালি রাখার পাশাপাশি ৮গিগাবাইট র‍্যাম ও গিগাবাইটের ডেডিকেটেড গ্রাফিকস কার্ডও থাকতে হবে কম্পিউটারে।

আরও পড়ুন