প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের বাংলায় প্রোগ্রামিং শেখার সুযোগ দিতে ‘ছোটদের স্ক্র্যাচ প্রোগ্রামিং’ শীর্ষক বই প্রকাশ করেছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)। আজ মঙ্গলবার রাজধানীর ইএমকে সেন্টারে বইটির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।
বই প্রকাশনা উৎসবে লেখক ও শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল, কম্পিউটার সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মমলুক ছাবির আহমেদ, বিডিওএসএনের সাধারণ সম্পাদক মুনির হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে প্রোগ্রামিং চর্চাকে সহজ করতে বইটি প্রকাশ করা হয়েছে। এই বইয়ের মাধ্যমে শিক্ষার্থীরা খেলার ছলে প্রোগ্রামিংয়ের সঙ্গে পরিচিত হতে পারবে। শিক্ষকেরাও সহজভাবে প্রোগ্রামিং শেখাতে পারবেন। শিক্ষাব্যবস্থার প্রাথমিক পর্যায় থেকেই প্রোগ্রামিং শিক্ষাকে অন্তর্ভুক্ত করেছে সরকার। কিন্তু এখনো সব প্রাথমিক শিক্ষক প্রোগ্রামিং শেখানোর জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ পাননি। ইএমকে সেন্টারের সহযোগিতা ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের উদ্যোগে প্রকাশিত এই বই প্রাথমিক শিক্ষার্থীদের মধ্যে প্রোগ্রামিং–ভীতি দূর করে জটিল সমস্যা সমাধানে আগ্রহী করে তুলবে।
মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘আজ আমাদের জন্য খুব আনন্দের দিন। তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের প্রোগ্রামিং শেখানোর জন্য যে প্ল্যাটফর্ম দরকার, তা তৈরির সব উপকরণ এখন আমাদের রয়েছে। আজকের প্রকাশিত “ছোটদের স্ক্র্যাচ প্রোগ্রামিং” বইটি শিশুদের জন্য খুবই সহায়ক হবে।’
বইটি লিখেছেন নাসির খান, মোশারফ হোসেন ও নিয়াজ মাসুদ। সম্পাদনা করেছেন মুনির হাসান। বইটি এখনো বাজারে আসেনি। তবে বইটির জন্য অগ্রিম চাহিদা (প্রি অর্ডার) জানানো যাবে রকমারি ডটকমে।