উইন্ডোজ ১১ হালনাগাদে কম্পিউটারে ধীরগতি ও ইন্টারনেট সংযোগ নিয়ে অভিযোগ

মনিটরে উইন্ডোজ ১১
মাইক্রোসফট

কয়েক দিন আগেই উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে ধারাবাহিকভাবে হালনাগাদ প্রকাশ করা হয়েছে। এরই মধ্যে নতুন এ হালনাগাদ নিয়ে বিস্তর অভিযোগ সামনে এনেছেন ব্যবহারকারীরা।

উইন্ডোজ ১১–তে কেবি৫০২৮১৮৫ প্যাচ (নির্দিষ্ট ত্রুটি দূর করার প্রোগ্রাম) হালনাগাদে কম্পিউটারে ধীরগতি পাওয়ার অভিযোগ তুলছেন ব্যবহারকারীরা। এমনকি নতুন এ নিরাপত্তা হালনাগাদের ফলে ইন্টারনেট সংযোগ নিয়েও সমস্যার সম্মুখীন হচ্ছেন ব্যবহারকারীরা। এ ছাড়া ধীরগতির এসএসডি সমস্যার সমাধানও এ হালনাগাদে করা হয়নি।

অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে এসব অভিযোগ তুলেছেন। নতুন হালনাগাদে কম্পিউটারের ওয়েলকাম স্ক্রিনেই প্রায় ১৭ সেকেন্ড সময় লাগছে। অথচ ওয়েলকাম স্ক্রিন থেকে মূল পর্দায় যেতে সাধারণত চার সেকেন্ডের প্রয়োজন হয়। পাশাপাশি কম্পিউটার বন্ধ করতেও আগের তুলনায় বেশি সময় লাগছে। আবার কেউ কেউ অভিযোগ তুলেছেন, কম্পিউটারের বিভিন্ন গেম ও অ্যাপ ধীরে কাজ করছে। কারও কারও কম্পিউটার ক্র্যাশের ঘটনাও ঘটেছে। আবার হালনাগাদটি নামিয়ে ইনস্টল করতে সময় লেগেছে চার ঘণ্টা। দুবার রিস্টার্ট হতে আলাদা করে ৪৫ মিনিট সময় লেগেছে বলে জানিয়েছেন ব্যবহারকারীরা।

আরও পড়ুন

কম্পিউটার ধীরগতিতে কাজ করা ছাড়াও ইন্টারনেট সংযোগ নিয়েও সমস্যা তৈরি হয়েছে এই হালনাগাদে। তারহীন ওয়াই–ফাই ও কেবল সংযোগ—উভয় ক্ষেত্রেই ইন্টারনেটে যুক্ত হতে সমস্যার সম্মুখীন হচ্ছেন ব্যবহারকারীরা। এ ছাড়া উইন্ডোজ সিকিউরিটি আইকনও ঠিকমতো কাজ না করার অভিযোগ পাওয়া গেছে। এ আইকনে ক্লিক করার পরও ঠিকঠাক কাজ করেনি।

তবে সাময়িকভাবে এসব সমস্যা থেকে রেহাই পেতে কেবি৫০২৮১৮৫ আনইনস্টল করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তবে এর ফলে উইন্ডোজ ১১–তে নতুন নিরাপত্তা সমাধানগুলো পাওয়া যাবে না।
সূত্র: টেকরাডার

আরও পড়ুন