করোনা মহামারির সময় অনলাইন ক্লাস বা মিটিংয়ের জন্য ভিডিও কনফারেন্স সফটওয়্যার জুম সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে। এত দিন ভিডিও কনফারেন্স সফটওয়্যার হিসেবে জনপ্রিয়তা পেলেও এবার গুগল ও মাইক্রোসফটকে টেক্কা দিতে নিজস্ব মেইল সেবা ও ক্যালেন্ডার অ্যাপ আনতে যাচ্ছে জুম।

আরও পড়ুন

জুম চালু করছে তথ্য নিরাপদে সংরক্ষণের সুবিধা

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ইনফরমেশন জানিয়েছে, জুম যে মেইল সেবা আনছে তার নাম হবে ‘জেডমেইল’। আর ক্যালেন্ডার সেবার নাম হবে ‘জেডক্যাল’। এ বছরের শেষ নাগাদ এ দুটি সেবা চালু হতে পারে। নতুন সেবা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি জুম। তাই জুমের নতুন সেবা সম্পর্কে জানতে আগামী নভেম্বর পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে।

আরও পড়ুন

জুম মিটিংয়ে কী করবেন, কী করবেন না

জুমের সফটওয়্যার উন্নয়নের সঙ্গে যুক্ত সূত্র জানিয়েছে, গত দুই বছর ধরেই মেইল ও ক্যালেন্ডার সেবা তৈরিতে কাজ করছে জুম। এ বছরের নভেম্বরে জুমের বার্ষিক সম্মেলন ‘জুমটোপিয়ায়’ এ সেবাগুলোর ঘোষণা আসতে পারে।

আরও পড়ুন

জুম মিটিংয়ে মাইক্রোফোন স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখবেন যেভাবে

প্রযুক্তি বিশ্লেষকদের ধারণ, জুমে মেইল সেবা ব্যবহারের মানুষকে আগ্রহী করা কঠিন হবে। কারণ, এ ক্ষেত্রে জিমেইল ও আউটলুকের মতো সেবাগুলো এখনো মানুষ আস্থার সঙ্গে ব্যবহার করছেন। তাই নতুন সেবা চালুর পরপরই জুমকে তীব্র প্রতিযোগিতার মুখে পড়তে হবে।