ফেসবুক ও ইনস্টাগ্রামে প্রথমবারের মতো বাংলা নববর্ষের বিশেষ আবহ

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামের ছবিতে ব্যবহারকারীদের বাংলা নববর্ষের ইফেক্ট বা আবহ যোগ করার সুবিধা দেয় ফেসবুক।

‘পহেলা বৈশাখ’ ফিল্টারের জন্য উপাদানগুলো এঁকেছিলেন আরাফাত করিমফাইল ছবি

১৩ এপ্রিল ২০২১
ফেসবুক ও ইনস্টাগ্রামে প্রথমবারের মতো বাংলা নববর্ষের বিশেষ আবহ
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামের ছবিতে ব্যবহারকারীদের বাংলা নববর্ষের ইফেক্ট বা আবহ যোগ করার সুবিধা দেয় ফেসবুক। ২০২১ সালের ১৩ এপ্রিল রাত সাড়ে আটটার পর বাংলা নববর্ষ ১৪২৮ উপলক্ষে ফেসবুক এই বিশেষ আবহ চালু করে। ফলে নিজের ছবিতে পয়লা বৈশাখ উদ্‌যাপনের বিভিন্ন উপকরণ যোগ করা গেছে।

নিজের ছবিতে নিজের তৈরি ‘পহেলা বৈশাখ’ এফেকট যোগ করেছিলেন প্রোগ্রামার ইশরাত জাহান
ফাইল ছবি

করোনা মহামারির কারণে ১৪২৭ ও ১৪২৮ বঙ্গাব্দে বাইরে বেরিয়ে বাংলা নববর্ষ উদ্‌যাপনের সুযোগ ছিল না। ফেসবুক ও ইনস্টাগ্রামে ‘পহেলা বৈশাখ’ নামের বিশেষ ইফেক্ট যোগ করার পর মনে হচ্ছিল ব্যবহারকারীর যেন মঙ্গল শোভাযাত্রার সামনে দাঁড়িয়ে আছেন। গালে আঁকা হয়েছে আলপনা, কোনো পাখি বা বাংলাদেশের পতাকার নকশা। আরও আছে মাছ, হাতি, ঘোড়া, পাখা, ঘুড়িসহ বাঙালি সংস্কৃতির নানা উপকরণ।

শিল্পী আরাফাত করিম ও প্রোগ্রামার ইশরাত জাহান
ফাইল ছবি

অগমেনটেড রিয়েলিটির (এআর) মাধ্যমে বাংলা নববর্ষের আবহ যোগ করা যাচ্ছিল ফেসবুক ও ইনস্টাগ্রামে। রাত নয়টায় সেই আবহ ব্যবহার করে নিজের ফেসবুক পেজে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ভিডিও বার্তা দিয়েছিলেন অভিনেত্রী জয়া আহসান।
ফেসবুকের এআর স্টুডিওর এই ‘পহেলা বৈশাখ’ ইফেক্ট তৈরি হয়েছিল দেশের দুই তরুণ—চিত্রশিল্পী আরাফাত করিম ও  প্রোগ্রামার ইশরাত জাহানের হাত ধরে। আরাফাত করিম ছবি আঁকার পর প্রোগ্রামিং করে সেগুলো দিয়ে ফিল্টার তৈরি করেন ইশরাত জাহান। বেশ কয়েকটি ফিল্টারের নমুনা পাঠানো হয় ফেসবুকের কাছে। সেখান থেকে একটি চূড়ান্ত করে দেয় ফেসবুক।

সূত্র: প্রথম আলো

স্ট্যান উলাম
কম্পিউটার হিস্ট্রি ডট ওআরজি

১৩ এপ্রিল ১৯০৯
গণিতের পথিকৃৎ উলামের জন্ম
গণিতে কম্পিউটার ব্যবহারের পথিকৃৎ স্ট্যান উলাম পোল্যান্ডে জন্মগ্রহণ করেন। কম্পিউটার ব্যবহার করে গণিতের নানা সমস্যা কীভাবে সমাধান করা যায়, সেসব বিষয়ে প্রথম দিকের তাত্বিক কাজ করেছিলেন উলাম। নিউ মেক্সিকোর লস অ্যালামসে ম্যানহাোন প্রজেক্টে যোগ দেওয়ার আগে স্ট্যান উলাম হার্ভার্ড ও উইসকনসিন বিশ্ববিদ্যালয়ে পড়াতেন। ম্যানহাটান প্রজেক্টে ফন ন্যুম্যানের সঙ্গে উলামের দেখা হয়। তাঁরা তখন গণিতের বিভিন্ন প্রশ্ন কম্পিউটারকে কীভাবে বোঝানো যায়, সে বিষয়ে আলোচনা করেন। এনিয়াক কম্পিউটারে কাজ করার অভিজ্ঞতা থেকে উলাম ন্যুম্যানকে পরামর্শ দেন।

গুগলের এই সুবিধা দিয়ে দীর্ঘ ওয়েব ঠিকানা ছোট করা যেত
সংগৃহীত

১৩ এপ্রিল ২০১৮
ওয়েবঠিকানা সংক্ষিপ্ত করার সুবিধা বন্ধ করল গুগল
ওয়েবসাইটের দীর্ঘ ঠিকানা ছোট করার জনপ্রিয় সুবিধা goo.gl বন্ধ করে দেয় গুগল। এর বদলে গুগল ফায়ারবেজ ডায়নামিক লিঙ্কস চালু করে। ২০০৯ সালের ১৪ ডিসেম্বর goo.gl চালু হয়েছিল।