সিইএস মেলায় নতুন প্রযুক্তির ঘোষণা অনলাইনে সরাসরি যেভাবে দেখা যাবে
প্রতিবছরের শুরুতে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে কনজ্যুমার ইলেকট্রনিক শো (সিইএস) অনুষ্ঠিত হয়। বিশ্বে প্রযুক্তিপণ্যের সবচেয়ে বড় এই মেলায় সাধারণত বছরজুড়ে দুনিয়ার বড় বড় প্রযুক্তিপ্রতিষ্ঠান কী ধরনের পণ্য আনবে, তার ঘোষণা থাকে। এ জন্য এসব পণ্যের ধারণা পেতে প্রযুক্তিপ্রেমীরা তাকিয়ে থাকেন এ আয়োজনে। চলতি বছরের আয়োজন শুরু হবে ৯ জানুয়ারি থেকে। চলবে ১২ জানুয়ারি পর্যন্ত।
বিভিন্ন দেশের প্রযুক্তিসংশ্লিষ্ট ব্যক্তি, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্টরা সরাসরি এ মেলায় উপস্থিত থাকবেন। তবে সিইএস শুরুর এক দিন আগে অনুষ্ঠেয় কিনোট সেশন (মূল প্রবন্ধ বা বক্তব্য উপস্থাপনের অধিবেশন), সংবাদ সম্মেলন অনলাইনে সরাসরি দেখার সুযোগ থাকছে। দেখে নেওয়া যাক স্যামসাং, সনি, এলজি, আসুস, এনভিডিয়ার মতো প্রযুক্তিপ্রতিষ্ঠানের কিনোট সেশন ও সংবাদ সম্মেলন যেভাবে অনলাইনেই সরাসরি দেখা যাবে।
স্যামসাং
স্যামসাং সিইএসে নানা ধরনের পণ্য ও সেবার ঘোষণা দেয়। এবারের আসরে ঘোষণা আসতে পারে গ্যালাক্সি এস ২৪ স্মার্টফোনের। আগ্রহীরা সরাসরি অনলাইনেই সিইএস ২০২৪–এ স্যামসাংয়ের অধিবেশনটি দেখতে পারবেন। এ জন্য স্যামসাংয়ের ওয়েবসাইটে যেতে হবে। অধিবেশনটি শুরু হবে ৮ জানুয়ারি প্রশান্ত মহাসাগরীয় সময় বেলা ২টায়।
সনি
সনির ইউটিউব চ্যানেল বা ওয়েবসাইটে সরাসরি ৮ জানুয়ারি প্রশান্ত মহাসাগরীয় সময় বিকেল ৫টায় সনির মূল অধিবেশন দেখা যাবে।
এলজি
এবারের আসরে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ওএলইডি টেলিভিশন আনার ঘোষণা দিতে পারে এলজি। প্রতিষ্ঠানটির মূল অধিবেশন দেখা যাবে তাদের ইউটিউব চ্যানেলে প্রশান্ত মহাসাগরীয় সময় ৮ জানুয়ারি সকাল ৮টায় এটি শুরু হবে।
আসুস
ইউটিউবে আসুসের চ্যানেল থেকে লাস ভেগাস স্থানীয় সময় ৮ জানুয়ারি সকাল ৯টায় আসুসের নতুন প্রযুক্তি সম্পর্কে তথ্য পাওয়া যাবে।
এনভিডিয়া
ইউটিউবে প্রশান্ত মহাসাগরীয় সময় ৮ জানুয়ারি সকাল ৮টা থেকে সরাসরি সম্প্রচার করা হবে এনভিডিয়ার সংবাদ সম্মেলন।
সূত্র: ম্যাশেবল