হোয়াটসঅ্যাপের ডেস্কটপ সংস্করণেও দেখা যাবে প্রেরকের ছবিসহ গ্রুপ চ্যাটের বার্তা

প্রেরকের ছবিসহ গ্রুপ চ্যাটের বার্তা দেখা যাবে হোয়াটসঅ্যাপের ডেস্কটপ সংস্করণেহোয়াটসঅ্যাপ

বর্তমানে হোয়াটসঅ্যাপ গ্রুপে বার্তা বিনিময়ের সময় বার্তার সঙ্গে প্রেরকের নাম দেখা যায়। কিন্তু গ্রুপে একই নামের একাধিক ব্যক্তি থাকলে অনেকেই বার্তা প্রেরকের পরিচয় নিশ্চিত না হয়ে বিভিন্ন বার্তা পাঠান। এতে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। সমস্যা সমাধানে গ্রুপ চ্যাট করার সময় বার্তার পাশাপাশি প্রেরকের প্রোফাইল ছবি দেখার সুযোগ চালুর উদ্যোগ নিয়েছে হোয়াটসঅ্যাপ।

আরও পড়ুন

গ্রুপ চ্যাটে বার্তার পাশাপাশি প্রেরকের প্রোফাইল ছবি দেখার সুযোগ দিতে দীর্ঘদিন ধরে কাজ করছে হোয়াটসঅ্যাপ। প্রাথমিকভাবে আইফোনে এ সুবিধা চালুর কথা থাকলেও হোয়াটসঅ্যাপের ডেস্কটপ সংস্করণ ব্যবহারকারীরাও বার্তার সঙ্গে প্রেরকের ছবি দেখতে পারবেন বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ।

আরও পড়ুন

নতুন এ সুবিধা চালু হলে গ্রুপে যুক্ত থাকা অপরিচিত ব্যক্তিদের সম্পর্কে ধারণা পাওয়া যাবে। ফলে অপছন্দের ব্যক্তিদের সঙ্গে বার্তা বিনিময় করতে হবে না। এরই মধ্যে আইফোন ব্যবহারকারীদের ওপর এ সেবার কার্যকারিতা পরখও করেছে হোয়াটসঅ্যাপ। নতুন এ সিদ্ধান্তের ফলে শিগগিরই হোয়াটসঅ্যাপের ডেস্কটপ সংস্করণের বেটা টেস্টার ব্যবহারকারীদের ওপরও এ সুবিধার কার্যকারিতা পরখ করবে ইনস্ট্যান্ট মেসেজিং সেবাটি।

আরও পড়ুন

সম্প্রতি নিজেদের গ্রুপ সেবাকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে হোয়াটসঅ্যাপ। এ জন্য যোগ দেওয়ার আগেই গ্রুপে বিনিময় করা বার্তা পড়া, গোপনে গ্রুপ ত্যাগসহ অবাঞ্ছিত শব্দ নিয়ন্ত্রণে দূর থেকে নির্দিষ্ট ব্যক্তির মাইক্রোফোন মিউট করার সুবিধা চালু করেছে হোয়াটসঅ্যাপ।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আরও পড়ুন