উইন্ডোজে নিজেদের পছন্দমতো বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি অ্যাপ ব্যবহার করা যাবেরয়টার্স

ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল মার্কেটস অ্যাক্ট (ডিএমএ)-এর শর্ত পূরণের জন্য উইন্ডোজে যুক্ত থাকা বিভিন্ন অ্যাপ ও ব্রাউজার মুছে ফেলার সুযোগ চালু করতে যাচ্ছে মাইক্রোসফট। এ জন্য উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমের নতুন হালনাগাদের প্রিভিউ সংস্করণ উন্মুক্ত করেছে প্রতিষ্ঠানটি। নতুন এ হালনাগাদ সংস্করণটি ব্যবহার করে ইউরোপের বিভিন্ন দেশে বসবাসকারীরা চাইলে উইন্ডোজের সঙ্গে বিল্ট-ইন থাকা মাইক্রোসফটের বিভিন্ন অ্যাপ, এজ ব্রাউজারসহ বিং সার্চ ইঞ্জিন মুছে ফেলতে পারবেন।

এক ব্লগ বার্তায় মাইক্রোসফট জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল মার্কেটস অ্যাক্টের সঙ্গে সংগতি রেখে উইন্ডোজ ১১–এর ‘২৩এইচ২’ এবং উইন্ডোজ ১০–এর ‘২২এইচ২’ সংস্করণে প্রয়োজনীয় পরিবর্তন আনার পরিকল্পনা করা হয়েছে। নীতিমালার শর্ত অনুযায়ী ২০২৪ সালের ৬ মার্চের মধ্যেই ইউরোপীয় ইউনিয়নে এই পরিবর্তনগুলো দেখা যাবে। নতুন এসব হালনাগাদের ফলে মাইক্রোসফট এজ, বিং, ক্যামেরা, কর্টানাসহ উইন্ডোজের বিভিন্ন অ্যাপ কম্পিউটার থেকে মুছে ফেলা বা আনইনস্টল করা যাবে। শুধু তা–ই নয়, যেকোনো সময় সেগুলো অনলাইন থেকে নামিয়ে ইনস্টলও করা যাবে।

আরও পড়ুন

উইন্ডোজ ১০ ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ

উল্লেখ্য, প্রযুক্তিখাতে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর একক আধিপত্য হ্রাস করে সমপ্রতিযোগিতা তৈরির লক্ষ্যে ডিজিটাল মার্কেটস অ্যাক্ট নামের নীতিমালা প্রণয়ন করেছে ইউরোপীয় ইউনিয়ন। নিরাপদ অনলাইন পরিবেশ তৈরির জন্য বড় প্রযুক্তি প্রতিষ্ঠান ও প্ল্যাটফর্মের জন্য বেশ কিছু বিধিনিষেধও আরোপ করা হয়েছে এ নীতিমালায়। এরই ধারাবাহিকতায় উইন্ডোজের সঙ্গে যুক্ত থাকা বিভিন্ন অ্যাপ ও সুবিধা বাধ্যতামূলকভাবে ব্যবহারের নিয়ম পরিবর্তন করছে মাইক্রোসফট। অবশ্য ইউরোপ ছাড়া অন্য দেশ থেকে চাইলেও উইন্ডোজের সঙ্গে যুক্ত থাকা কোনো অ্যাপ বা ব্রাউজার মুছে ফেলা যাবে না।

আরও পড়ুন

উইন্ডোজ ১১ হালনাগাদ চলবে না যেসব ইন্টেল প্রসেসরে

ইউরোপে বসবাসকারীদের জন্য উইন্ডোজ অপারেটিং সিস্টেমের উইজেটস বোর্ডের নতুন হালনাগাদও আনা হবে বলে জানিয়েছে মাইক্রোসফট। নতুন এ সুবিধা চালু হলে মাইক্রোসফট নিউজ এবং অ্যাডস ফিডের উইজেটস বন্ধ রাখা যাবে। তবে ব্যবহারকারী চাইলে উইজেটসগুলো চালুও রাখতে পারবেন।

সূত্র: গ্যাজেটস নাউ