ফেসবুকভিত্তিক উদ্যোক্তাদের নিয়ে আজ শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট মিলনায়তনে ‘এফ-কমার্স সামিট ২০২৩’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচিত ৩০০ জন উদ্যোক্তা অংশ নেন। সরকারের অ্যাসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রাম ও এসএমই ফাউন্ডেশনের সহযোগিতায় এ সম্মেলন আয়োজন করে বিজ্ঞাপনী প্রতিষ্ঠান মেলোনেডস ডিজিটাল। সম্মেলনে ফেসবুকভিত্তিক উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণের প্রশিক্ষণ ও দিকনির্দেশনা দেওয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন আয়োজকেরা।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মেলনে প্রধান অতিথি ছিলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ মফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক ড. দেওয়ান মুহাম্মদ হ‌ুমায়ূন কবির। সম্মেলনের উদ্দেশ্য সম্পর্ক মেলোনেডস ডিজিটালের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) এবং ব্যবস্থাপনা পরিচালক সালমা আদিল বলেন, ‘উদ্যোক্তারা যে দিকনির্দেশনা পেয়েছেন, সেগুলো সঠিকভাবে প্রয়োগ করতে পারলে ফেসবুকভিত্তিক ব্যবসাগুলো অবশই দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।’