এমআইটিতে ওয়ার্লউইন্ড চালু

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এমআইটি) প্রথম ডিজিটাল কম্পিউটার ওয়ার্লউইন্ড চালু করা হয়।

ওয়ার্লউইন্ড কম্পিউটারের কোর মেমোরি ও নিয়ন্ত্রণ অংশ। মিউজিয়াম অব সায়েন্স, বোস্টন, ম্যাসাচুসেটস, যুক্তরাষ্ট্রউইকিমিডিয়া

৮ মার্চ ১৯৫৫
ওয়ার্লউইন্ড চালু করল এমআইটি
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এমআইটি) প্রথম ডিজিটাল কম্পিউটার ওয়ার্লউইন্ড চালু করা হয়। এতে ম্যাগনেটিক কোর র‌্যান্ডম অ্যাকসেস মেমোরি (র‌্যাম) ও তাৎক্ষণিক (রিয়াল-টাইম) গ্রাফিকস ব্যবহারের সুবিধা ছিল। স্নায়ুযুদ্ধের যুগে মার্কিন নৌবাহিনীর জন্য এমআইটি সার্ভোমেকানিজমস ল্যাবরেটরি ওয়ার্লউইন্ড-১ কম্পিউটার তৈরি করে। ১৯৫১ সালে এটি কাজ শুরু করে। ওয়ার্লউইন্ড কম্পিউটার গণনার জন্য বিট-সিরিয়ালের বদলে বিট-প্যারালাল নীতি অনুসরণ করত। এটিই প্রথম ম্যাগনেটিক কোর মেমোরি ব্যবহার করে। ওয়ার্লউইন্ড অনুসরণ করেই গত শতকের ষাটের দশকে ব্যবসায়িক কাজের উপযোগী কম্পিউটার ও মিনি কম্পিউটার তৈরি হয়েছিল।

সবুজ মনোক্রোম পর্দার মনিটরসহ আইবিএম পিসি এক্সটি
উইকিমিডিয়া

৮ মার্চ ১৯৮৩
আইবিএম এক্সটি কম্পিউটার বাজারে এল
আইবিএম পারসোনাল কম্পিউটার এক্সটি (মডেল ৫১৬০, সংক্ষেপে পিসি/এক্সটি) বাজারে ছাড়া হয়। এটি ছিল ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস (আইবিএম) করপোরেশনের  পারসোনাল কম্পিউটার ধারায় দ্বিতীয় কম্পিউটার। এতে ইন্টেল ৮০৮৮, ৪.৭৭ মেগার্টজের প্রসেসর ব্যবহার করা হয়েছিল। এতে ছিল ১২৮ কিলোবাইট থেকে ৬৪০ কিলোবাইট মেমোরি, ১০ থেকে ২০ মেগাবাইট পর্যন্ত তথ্য ধারণক্ষমতার হার্ডডিস্ক ড্রাইভ। এর সঙ্গে একটি স্পিকারও ছিল। ১৯৮৭ সালের এপ্রিলে এর উৎপাদন বন্ধ করে আইবিএম। এক্সটি কম্পিউটার চলত আইবিএম বেসিক, পিসি ডস, এসসিও জেনিক্স ইত্যাদি অপারেটিং সিস্টেমে। কম্পিউটারটির ওজন ছিল ১৫ কেজি। এর উত্তরসূরি হিসেবে আইবিএম আনে পারসোনাল কম্পিউটার এটি।