ইউটিউব শর্টসে চালু হচ্ছে নতুন ৫ সুবিধা

ইউটিউব শর্টসে নতুন সুবিধা আসছেরয়টার্স

আকারে ছোট ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ জনপ্রিয়। আর তাই আকারে ছোট ভিডিও সহজে তৈরির পাশাপাশি আকর্ষণীয় ও সৃজনশীল করে তুলতে শর্টসে একাধিক নতুন সুবিধা চালু করছে ইউটিউব। গুগল ডিপমাইন্ডের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর সুবিধাগুলো কাজে লাগিয়ে নির্মাতারা দ্রুত আকর্ষণীয় ভিডিও তৈরি করতে পারবেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ইউটিউব শর্টসে নতুন যেসব সুবিধা চালু হচ্ছে, সেগুলো দেখে নেওয়া যাক।

অ্যাপভিত্তিক উন্নত ভিডিও সম্পাদনা

শর্টসের অ্যাপভিত্তিক ভিডিও সম্পাদনা সুবিধা আরও উন্নত করছে ইউটিউব। এর ফলে নির্মাতারা সহজেই ভিডিও ক্লিপের দৈর্ঘ্য কমানো-বাড়ানো, পছন্দমতো গান ও বার্তা যুক্ত করার পাশাপাশি ক্লিপের বিন্যাস পরিবর্তন বা নির্দিষ্ট ক্লিপ বাদ দিতে পারবেন।

ভিডিওর সঙ্গে গানের মিল

ভিডিওতে বিভিন্ন গান যুক্ত করেন অনেকেই। নতুন সুবিধা চালু হলে ভিডিও ক্লিপগুলো স্বয়ংক্রিয়ভাবে গানের সুর ও বিটের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। এর ফলে আলাদাভাবে ভিডিও ও গানের সুর মেলানোর প্রয়োজন হবে না।

ছবি দিয়ে শর্টস টেমপ্লেট তৈরি

ছবি দিয়ে শর্টস টেমপ্লেট তৈরির সুবিধা পাওয়া যাবে ইউটিউবে। এর ফলে ভিডিও নির্মাতারা সহজেই নিজেদের ফোনের গ্যালারিতে থাকা ছবির মাধ্যমে শর্টস টেমপ্লেট তৈরি করতে পারবেন। শুধু তা–ই নয়, চাইলে শর্টস টেমপ্লেটে বিভিন্ন ধরনের ভিজ্যুয়াল ইফেক্টও যুক্ত করতে পারবেন তারা।

কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর স্টিকার

নতুন এ সুবিধা চালু হলে টেক্সট প্রম্পট দিয়ে সহজেই এআইনির্ভর স্টিকার তৈরি করে ভিডিওতে যুক্ত করা যাবে। এর ফলে নিজেদের তৈরি ভিডিওকে সৃজনশীল ও আকর্ষণীয় করতে পারবেন নির্মাতারা।

জেনারেটিভ এআই টুল

ব্রেইনস্টর্মিং বাডি নামের নতুন জেনারেটিভ এআই টুল ব্যবহার করা যাবে ইউটিউবে। টুলটি কাজে লাগিয়ে নির্মাতারা ভিডিও তৈরির নতুন ধারণা, উপযুক্ত শিরোনাম ও আকর্ষণীয় থাম্বনেইল তৈরি করতে পারবেন।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস