অ্যান্ড্রয়েডে ‘অটো কারেক্ট’ বন্ধ করবেন যেভাবে

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম
আনস্প্ল্যাশ

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে বানান শুদ্ধ করার স্বয়ংক্রিয় সুবিধা (অটো কারেক্ট) চাইলে বন্ধ রাখা যায়। সাধারণত মুঠোফোনের ডিফল্ট কি–বোর্ড ব্যবহার করলে এটি স্বয়ংক্রিয়ভাবেই চালু থাকে। ফলে লেখার সময় সঠিক বানানের জন্য অনেক পরামর্শ (সাজেশন) চলে আসে। তবে অনেক সময়ই এই সুবিধা অস্বস্তির কারণ হতে পারে। কেননা, কখনো কখনো সাজেশনে দেখানো শব্দ থেকে ভুল বানান বা শব্দ চিহ্নিত হয়।

অ্যান্ড্রয়েডে সেটিংস অপশন থেকে অটো কারেক্ট ফিচার চালু বা বন্ধ করার সুযোগ রয়েছে। দেখে নেওয়া যাক কীভাবে অটো কারেক্ট বন্ধ করা যায়।

প্রথমে মুঠোফোনের সেটিংস অপশনে যেতে হবে। এরপর ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুটে ক্লিক করতে হবে। সেখানে মুঠোফোনে চালু করা ভার্চ্যুয়াল কি–বোর্ড দেখা যাবে। সাধারণত স্বয়ংক্রিয়ভাবে গুগলের জিবোর্ড চালু করা থাকে।

চালু থাকা কি–বোর্ডে ক্লিক করার পর যে পেজ আসবে, সেখানে অটো কারেকশন অপশন দেখা যাবে। এখান থেকে অটো কারেকশন অন বা অফ করা যাবে।