নতুন রূপে আসছে ইউটিউব, যে সুবিধা পাওয়া যাবে

ইউটিউব ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চুরি করছে একদল প্রতারক

অনলাইনে বিনোদনের অন্যতম মাধ্যম এখন ইউটিউব। ভিডিও দেখার পাশাপাশি ইউটিউবে ভিডিও প্রকাশ করে আয়ও করছেন অনেকে। ব্যবহারকারীদের বর্তমানের তুলনায় আরও ভালোভাবে ভিডিও দেখার সুযোগ দিতে ভিডিও প্লেয়ারের নকশায় বড় ধরনের পরিবর্তন আনছে ইউটিউব। ইতিমধ্যে বেশ কিছু ব্যবহারকারী পরীক্ষামূলকভাবে নতুন নকশার ভিডিও প্লেয়ার ব্যবহার করতে পারছেন।

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ‘রেডিট’-এ কয়েকজন ব্যবহারকারী জানিয়েছেন, ইউটিউবে ভিডিও চালুর সময় নতুন ইন্টারফেস দেখা যাচ্ছে। নতুন নকশায় ভিডিও প্লেয়ারের নিয়ন্ত্রণ সুবিধাগুলো আলাদা ক্যাপসুল আকারে দেখা যাচ্ছে। সবচেয়ে বড় পরিবর্তন এসেছে ভলিউম নিয়ন্ত্রণে। আগে ভলিউম বাটনটি ছিল ভিডিওর নিচের বাঁ পাশে। নতুন নকশায় সেটি সরিয়ে ডান পাশে যুক্ত করা হয়েছে। এখন ভলিউম বাড়ানো-কমানোর জন্য অনুভূমিক নয়, বরং উল্লম্ব স্লাইডারের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে হবে। ইউটিউব জানিয়েছে, এ পরিবর্তনের ফলে ভলিউম নিয়ন্ত্রণ আরও সহজ হবে।

আরও পড়ুন

দীর্ঘদিন ধরেই ভিডিও প্লেয়ারের চেহারা একই রকম থাকায় প্রতিষ্ঠানের ২০ বছর পূর্তি উপলক্ষে নিজেদের ভিডিও প্লেয়ারের নকশায় বড় ধরনের পরিবর্তন আনছে ইউটিউব। তবে ভিডিও প্লেয়ারের নতুন নকশা নিয়ে ব্যবহারকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ নতুন নকশাকে ইতিবাচকভাবে দেখছেন, আবার কেউ পুরোনো নকশাকেই ভালো বলছেন।

আরও পড়ুন

ইউটিউব টিভির ভিডিও প্লেয়ারের নকশাতেও পরিবর্তন আনা হবে বলে জানিয়েছে ইউটিউব। নতুন নকশায় বাঁ পাশে চ্যানেলের তথ্য, বিবরণ ও সাবস্ক্রাইব বাটন দেখা যাবে। প্লে অপশনের নিয়ন্ত্রণ মাঝখানে এবং অন্যান্য অপশন ডান পাশে দেখা যাবে। নতুন নকশা চালু হলে ইউটিউব টিভি ব্যবহারকারীরা শিগগিরই নিজেদের মতো করে মাল্টিভিউ তৈরি করতে পারবেন। শুরুতে কিছু নির্দিষ্ট জনপ্রিয় চ্যানেলের কনটেন্ট দিয়ে এ সুবিধা চালু করা হবে।

সূত্র: ইন্ডিয়া টুডে

আরও পড়ুন