প্রযুক্তির এই দিনে: ৪ মার্চ
প্রথম দেশ হিসেবে ইন্টারনেটের মাধ্যমে ভোটের আয়োজন করে এস্তোনিয়া
ইউরোপীয় দেশ এস্তোনিয়ার একটি স্থানীয় সরকার নির্বাচনে ইন্টারনেটের মাধ্যমে ভোট গ্রহণ সম্পন্ন হয়।
৪ মার্চ ২০০৭
প্রথম দেশ হিসেবে ইন্টারনেটের মাধ্যমে ভোটের আয়োজন করে এস্তোনিয়া
ইউরোপীয় দেশ এস্তোনিয়ার একটি স্থানীয় সরকার নির্বাচনে ইন্টারনেটের মাধ্যমে ভোট গ্রহণ সম্পন্ন হয়। এস্তোনিয়াই পৃথিবীতে প্রথম দেশ, যেখানে ইন্টারনেটের মাধ্যমে ভোট নেওয়া হয়। এই নির্বাচনে এস্তোনিয়া ভোটারদের ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে আই–ভোট অথবা প্রচলিত ভোটকেন্দ্রে এসে ভোট দেওয়ার সুযোগ দেয়।
বিতর্কিত এক সিদ্ধান্তে এস্তোনিয়া নির্বাচনী আইনে পরিবর্তন এনে নাগরিকদের ইন্টারনেটের মাধ্যমে ভোট (ই-ভোট) দেওয়ার সুযোগ দেয়। এস্তোনিয়া ইউরোপের একমাত্র দেশ, যেখান ইন্টারনেট ব্যবহার নাগরিকদের সাংবিধানিক অধিকার। দেশটির ৬০ শতাংশের বেশি মানুষের বাসায় ইন্টারনেট সংযোগসহ কম্পিউটার রয়েছে।
৪ মার্চ ১৯৫৬
আইবিএমের কাছে কোর মেমোরির পেটেন্ট বিক্রি করলেন অ্যান ওয়াং
পাঁচ লাখ মার্কিন ডলারে নিজের ম্যাগনেটিক কোর মেমোরির পেটেন্ট স্বত্ব আইবিএমের কাছে বিক্রি করেন উদ্ভাবক অ্যান ওয়াং। এই কোর মেমোরি কম্পিউটার ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্ভাবন। ১৯৫০-এর দশকের মাঝামাঝি থেকে সত্তরের দশক পর্যন্ত ডিজিটাল কম্পিউটারে প্রচলিত র্যান্ডম অ্যাকসেস স্টোরেজ এই কোর মেমোরির মূল নীতিতেই চলত। ওয়াং তাঁর উদ্ভাবনকে বলতেন পালস ট্রান্সফার কন্ট্রোলিং ডিভাইস। এটির জন্যই মার্কিন পেটেন্ট অফিস ওয়াংকে পেটেন্ট স্বত্ব দিয়েছিল।
৪ মার্চ ১৯৮৩
ড্রপবক্সের প্রধান অ্যান্ড্রু হিউস্টনের জন্ম
অনলাইনে ফাইল রাখার জনপ্রিয় সেবা ড্রপবক্সের সহপ্রতিষ্ঠাতা অ্যান্ড্রু ডব্লিউ হিউস্টন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে জন্মগ্রহণ করেন। তিনি ড্রপবক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছেন। ‘ফোর্বস’ সাময়িকীর হিসাবে এই ইন্টারনেট উদ্যোক্তার সম্পদের পরিমাণ ২২০ কোটি মার্কিন ডলার। ড্রপবক্সে তাঁর প্রায় ২৫ শতাংশ শেয়ার রয়েছে। ড্রপবক্সের আগে তিনি উদ্ভাবনী উদ্যোগ (স্টার্টআপ) অ্যাকোলেড, বিট৯ ও হাবস্পটে কাজ করেছেন। অ্যান্ড্রু পড়াশোনা করেছেন ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এমআইটি)।