স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটারে পাওয়া যাবে ইউটিউব টিভির ‘মাল্টিভিউ’ সুবিধা

স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটারেও ব্যবহার করা যাবে ইউটিউব টিভির মাল্টিভিউ সুবিধাছবি: ইউটিউব ব্লগ

টেলিভিশনের পাশাপাশি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটার থেকেও ব্যবহার করা যাবে ইউটিউব টিভির (টেলিভিশন স্ট্রিমিং সেব) মাল্টিভিউ সুবিধা। নতুন এ সুবিধা চালুর ফলে স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটারের পর্দায় চারটি ভিডিও একসঙ্গে দেখা যাবে। ইউটিউব টিভির জন্য তৈরি এ সুবিধা গত দুই মাস আগে আইফোনে চালু করা হয়।

ইউটিউব টিভির মাল্টিভিউ সুবিধা প্রথম চালু হয় গত বছরের মার্চ মাসে। মূলত যাঁরা খেলাপ্রেমী তাঁদের জন্য এ সুবিধা চালু করে ইউটিউব। এ সুবিধা কাজে লাগিয়ে একসঙ্গে চারটি চ্যানেলের ভিডিও দেখা যায়। ফলে একটি চ্যানেলে সরাসরি খেলা দেখার সময় চ্যানেল পরিবর্তন করতে হয় না।

আরও পড়ুন

গুগলের তথ্যমতে, অ্যান্ড্রয়েড ফোন ও ট্যাবলেট কম্পিউটারে ইউটিউব টিভির মাল্টিভিউ সুবিধা ব্যবহার করার জন্য অবশ্যই ইউটিউবের হালনাগাদ সংস্করণের অ্যাপ ব্যবহার করতে হবে। এরপর ‘টপস পিক ফর ইউ’ থেকে ‘ওয়াচ ইন মাল্টিভিউ’ অপশনে ক্লিক করলেই এ সুবিধা চালু হবে। পর্যায়ক্রমে সবার জন্য এ সুবিধা উন্মুক্ত করা হবে।

সূত্র: টেক ক্রান্চ

আরও পড়ুন