দুটি দুর্ঘটনার পর চালকহীন ক্রুজ গাড়ি নিয়ে তদন্ত শুরু

সানফ্রান্সিসকোর সড়কে চালকহীন ক্রুজ গাড়ি
রয়টার্স

পথচারীদের আঘাত করা হয়েছে—এমন দুটি অভিযোগ পাওয়ার পর জেনারেল মোটরসের চালকবিহীন গাড়ি ‘ক্রুজ’ নিয়ে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থা ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন (এনএইচটিএসএ)। সংস্থাটি বলছে, ‘চালকহীন এই গাড়ির ফলে পথচারীদের নিরাপত্তাহীনতার শঙ্কা তৈরি হতে পারে। পথচারী আহত হয়েছেন, এমন দুটি ঘটনা নিয়ে আমরা অভিযোগ পেয়েছি।’

ক্রুজ কর্তৃপক্ষ ভিন্ন কথা বলছে। সড়ক নিরাপত্তা নিয়ে ৫০ লাখ গাড়ি চালানো–সংক্রান্ত তাদের তথ্যভান্ডারের বরাত দিয়ে তারা বলছে, মানুষচালিত গাড়ির তুলনায় চালকহীন গাড়ি ধারাবাহিকভাবে নিরাপত্তার দিক থেকে এগিয়ে যাচ্ছে।

নিয়ন্ত্রক সংস্থাটির অফিস অব ডিফেক্টস ইনভেস্টিগেশন বলছে, সানফ্রান্সিসকোতে চালকহীন গাড়ির পথচারীকে আহত করা নিয়ে তারা অভিযোগ পেয়েছে। দুটি অভিযোগেই বলা হয়েছে, পথচারীরা সবুজ ট্রাফিক–সংকেত পাওয়ার পর হাঁটছিলেন। একটি ঘটনা গত আগস্টে ঘটে। যেখানে গাড়িটি পথচারীকে ঘণ্টায় ১ দশমিক ৪ মাইল গতিতে থাকা অবস্থায় আঘাত করে। অপর দুর্ঘটনাটি ঘটে চলতি অক্টোবরে। যেখানে গাড়িটি সংকেত দিতে পারলেও সময়মতো থামতে পারেনি এবং পথচারীকে আঘাত করেছে। দুটি দুর্ঘটনা ঘটেছে রাতে। দুর্ঘটনা দুটি নিয়ে অনলাইনে ভিডিও ছড়িয়ে পড়েছে।

ক্রুজের রোবোট্যাক্সিতে যাত্রীর আসন থেকে সামনের দৃশ্য দুটি দুর্ঘটনার পর চালকহীন ক্রুজ গাড়ি নিয়ে তদন্ত শুরু
রয়টার্স

আগস্টে ওয়েইমো ও ক্রুজ এ দুটি চালকবিহীন গাড়ির প্রতিষ্ঠানকে ২৪ ঘণ্টা গাড়ি চালানোর অনুমতি দেয় ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য। এর আগে শুধু রাতে ট্যাক্সি সার্ভিস হিসেবে এ প্রতিষ্ঠান দুটির গাড়ি চালানোর অনুমতি ছিল।

চালকবিহীন গাড়ি নিয়ে অবশ্য সানফ্রান্সিসকোতে মতভেদ রয়েছে। একপক্ষ বলছে, চালকহীন গাড়ি মানবচালিত গাড়ির থেকে নিরাপদ। আরেক পক্ষ নিরাপদ সড়ক নিয়ে আশঙ্কা করছে।
সূত্র: বিবিসি