‘ক্যাপচা’ ব্যবহারের দিন কী শেষ হচ্ছে
অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটের দর্শনার্থীর সংখ্যা বাড়ানোর পাশাপাশি স্প্যাম বার্তা পাঠাতে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান বিশেষ ধরনের সফটওয়্যার বা বট ব্যবহার করেন। আর তাই নিজেদের ওয়েবসাইট ব্যবহারে আগ্রহী ব্যক্তিরা রোবট না মানুষ, তা জানার জন্য ‘ক্যাপচা’ (বিশেষ ফন্টে লেখা শব্দ বা ছবির ধাঁধা) সমাধান করতে বাধ্য করে ওয়েবসাইটগুলো। ক্যাপচায় থাকা তথ্য সঠিকভাবে জানাতে না পারলে সেই ওয়েবসাইটে প্রবেশ করা যায় না। তবে ক্যাপচায় থাকা অক্ষরগুলো একটির সঙ্গে আরেকটি এমনভাবে যুক্ত করা থাকে যে চাইলেই সেগুলো সঠিকভাবে শনাক্ত করা সম্ভব হয় না। ছবির ধাঁধাও সমাধান করা বেশ কষ্টকর। এ সমস্যা সমাধানে ক্যাপচা ব্যবহার না করেই বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশের সুযোগ চালু করতে যাচ্ছে ক্রোম এবং এজ ব্রাউজার।
খুদে ব্লগ লেখার ওয়েবসাইট এক্সে (টুইটার) ক্রোম ব্রাউজার গবেষক লিওপেভা জানান, গুগল ক্রোমে অটো ভেরিফাই সুবিধার পরীক্ষা চালানো হচ্ছে। এ সুবিধা চালু হলে ব্যবহারকারীরা একবার কোনো ওয়েবসাইটের জন্য ক্যাপচা সমাধান করলে তা সংরক্ষণ করে রাখবে ক্রোম ব্রাউজার। ফলে পরবর্তী সময়ে সেই ওয়েবসাইট ক্যাপচা সমাধান করতে বললে ব্যবহারকারীর পরিচয় আগেই যাচাই করা হয়েছে বলে নিশ্চিত করবে ক্রোম ব্রাউজার। এর ফলে ক্যাপচা সমাধান না করেই সরাসরি নির্দিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করা যাবে।
ব্যবহারকারীরা আগে ক্যাপচা সমাধান করলে ক্রোমের মতোই নির্দিষ্ট ওয়েবসাইটে প্রবেশের সুযোগ চালুর জন্য কাজ শুরু করেছে মাইক্রোসফটের এজ ব্রাউজারও। এজ ব্রাউজারের অ্যান্ড্রয়েড সংস্করণ ব্যবহারকারী এ সুযোগ পাবেন। নতুন এ সুবিধা কবে নাগাদ উন্মুক্ত করা হবে, সে বিষয়ে কোনো তথ্য জানায়নি গুগল ও মাইক্রোসফট।
সূত্র: ম্যাশেবল