গত মে মাসে গোপনে গ্রুপ থেকে বের হওয়ার সুযোগ চালুর পরিকল্পনার কথা জানিয়েছিল হোয়াটসঅ্যাপ। এ সুবিধা কাজে লাগিয়ে হোয়াটসঅ্যাপের বিভিন্ন গ্রুপ থেকে বের হলেও অন্য সদস্যরা জানতে পারবেন না। ফলে গ্রুপ ত্যাগের কারণে বন্ধুদের কাছে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হবে না। আর তাই এ সুবিধা চালুর জন্য অপেক্ষায় আছেন অনেক হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী।
আজ মঙ্গলবার নিজে এক ফেসবুক পোস্ট দিয়ে ব্যবহারকারীদের এ বিষয়ে আস্বস্ত করেছেন হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। তিনি জানিয়েছেন, গোপনে গ্রুপ ত্যাগ, ‘ভিউ ওয়ানস’ বার্তার স্ক্রিনশট বন্ধ এবং সর্বশেষ কখন হোয়াটসঅ্যাপে ঢুঁ মেরেছেন সেই সময়টি লুকিয়ে রাখতে নতুন তিন সুবিধা আসছে হোয়াটসঅ্যাপে।
হোয়াটসঅ্যাপে বন্ধু বা পরিচিতদের সঙ্গে বার্তা বিনিময়ের সময় অনেকেই গোপনে স্ক্রিনশট নেন। পরে তথ্য প্রকাশ করে অন্যকে বিপদে ফেলেন তাঁরা। সমস্যা সমাধানে ‘ভিউ ওয়ানস’ সুবিধা চালু করে হোয়াটসঅ্যাপ। ‘ভিউ ওয়ানস’ সুবিধা ব্যবহার করে নির্দিষ্ট ব্যক্তিকে পাঠানো বার্তা একবার দেখলেই মুছে যায়। তবে মুছে যাওয়ার আগে বার্তাগুলোর স্ক্রিনশট নেওয়া যায়। ফলে ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গের আশঙ্কা থাকে। সমস্যা সমাধানে ‘ভিউ ওয়ানস’ বার্তার স্ক্রিনশট বন্ধের জন্য নতুন সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ।
হোয়াটসঅ্যাপ ব্যবহারের সময়টি লুকিয়ে রাখতে নতুন আরও একটি সুবিধা চালু হচ্ছে হোয়াটসঅ্যাপে। এটি চালু হলে নির্দিষ্ট ব্যক্তিদের কাছ থেকে নিজেদের সর্বশেষ হোয়াটসঅ্যাপ ব্যবহারের সময়টি লুকিয়ে রাখা যাবে। শিগগিরই সুবিধাগুলো ব্যবহারের সুযোগ মিলবে বলে আশা করা হচ্ছে।
সূত্র: দ্য ভার্জ