ইনস্টাগ্রামে পোস্ট নিয়ন্ত্রণের সুবিধা আসছে

পোস্ট নিয়ন্ত্রণের সুবিধা চালু করছে ইনস্টাগ্রামইনস্টাগ্রাম

ইনস্টাগ্রামে কোনো পোস্ট করলেই সেগুলো বন্ধু তালিকায় থাকা সব ব্যক্তি দেখতে পারেন। এর ফলে অনেক সময় বিব্রতকর সমস্যার মুখোমুখি হতে হয়। এ সমস্যা সমাধানে পোস্ট কোন ধরনের দর্শকেরা দেখতে পারবেন, তা নির্ধারণের সুযোগ চালু করছে ইনস্টাগ্রাম। নতুন এ সুবিধা চালু হলে ইনস্টাগ্রামে নির্বাচিত পোস্টগুলো বন্ধু তালিকায় থাকা নির্দিষ্ট ব্যক্তিদের দেখানো যাবে। অর্থাৎ নির্বাচিত ব্যক্তি ছাড়া অন্য কেউ ইনস্টাগ্রামের পোস্ট দেখতে পারবেন না।

ইনস্টাগ্রামের তথ্যমতে, নতুন এ সুবিধায় পোস্ট করার সময় ‘ক্লোজ ফ্রেন্ড’ সুবিধা নির্বাচন করা যাবে। ফলে আগে থেকে নির্বাচিত ব্যক্তিরাই শুধু পোস্টটি দেখতে পারবেন। বর্তমানে বেশ কয়েকটি দেশের ব্যবহারকারীদের ওপর এ সুবিধার কার্যকারিতা পরখ করা হচ্ছে। ব্যবহারকারীদের নতুন সুবিধা দিতেই এ উদ্যোগ।

আরও পড়ুন

বর্তমানে ইনস্টাগ্রামে পোস্ট করার সময় সেটি কোন কোন ব্যক্তি দেখতে পারবেন, তা নির্দিষ্ট করে দেওয়া যায় না। তবে গোপনীয়তার জন্য অ্যাকাউন্ট প্রাইভেট করে রাখা যায়। অ্যাকাউন্ট প্রাইভেট করার জন্য কারা অনুসরণ বা ফলো করতে পারবেন, তা আগে থেকে নির্ধারণ করে দিতে হয়। নতুন এ সুবিধা চালু হলে পোস্টগুলো কোন কোন ব্যক্তি দেখতে পারবেন, তা আগে থেকে নির্ধারণ করে দিতে হবে।

আরও পড়ুন

উল্লেখ্য, ইনস্টাগ্রামে নির্দিষ্ট বন্ধুদের সঙ্গে স্টোরিজ আদান-প্রদান করা যায়। মিউট সুবিধা কাজে লাগিয়ে নির্দিষ্ট ব্যক্তিদের পোস্টগুলো নিজেদের ইনস্টাগ্রাম ফিডে লুকিয়ে রাখা যায়। এমনকি পোস্টে কোন ধরনের দর্শকেরা মন্তব্য করতে পারবেন, তা–ও নির্ধারণের সুযোগ রয়েছে ইনস্টাগ্রামে।

সূত্র: টেক ক্র্যাঞ্চ

আরও পড়ুন