শরীরচর্চার ভিডিওর জন্য টিকটকের নতুন উদ্যোগ

টিকটকছবি: রয়টার্স

শরীরচর্চার ভিডিও বা কনটেন্ট আলাদাভাবে প্রদর্শনের উদ্যোগ নিয়েছে টিকটক। এ জন্য শিগগিরই ‘টিকটক ফিটনেস’ নামে নতুন হাব চালু করতে যাচ্ছে চীনের সামাজিক যোগাযোগমাধ্যমটি। ফলে শরীরচর্চাবিষয়ক বিভিন্ন ভিডিও সহজেই একই জায়গায় খুঁজে পাবেন ব্যবহারকারীরা।

শরীরচর্চার মানসম্পন্ন ভিডিও তৈরির জন্য ফিটনেস নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ‘পেলোটন’–এর সঙ্গে চুক্তিও করেছে টিকটক। চুক্তির আওতায় ‘টিকটক ফিটনেস’ হাবের জন্য শরীরচর্চার স্বল্পদৈর্ঘ্যের ভিডিও, টিপস, তারকাদের শরীরচর্চার পদ্ধতি ও প্রশিক্ষকদের দেওয়া বিভিন্ন পরামর্শমূলক ভিডিও তৈরি করবে পেলোটন। দক্ষ প্রশিক্ষকদের মাধ্যমে শরীরচর্চার সুযোগ দিতে অনলাইনে সরাসরি প্রশিক্ষণও দেবে প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে পেলোটনের ভাইস প্রেসিডেন্ট অলি স্নোডি বলেন, ‘এটা স্বীকার করতেই হবে যে এখন শরীরচর্চার ধরন ক্রমাগতভাবে পরিবর্তন হচ্ছে। টিকটকের সঙ্গে যৌথভাবে কাজ করার ফলে আমরা আরও নতুন ব্যবহারকারীদের কাছে নিজেদের পৌঁছানোর সুযোগ পাব।’

প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার টিকটক ব্যবহারকারীরা পেলোটনের তৈরি শরীরচর্চার ভিডিও দেখার সুযোগ পাবেন। পরবর্তী সময়ে অন্য দেশেও এ সুবিধা বিস্তৃত করা হবে কি না, সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।
সূত্র: সিএনএন