এপিটি প্রোগ্রামিং ভাষা দেখানো হলো

উচ্চস্তরের প্রোগ্রামিং ভাষা অটোমেটিক্যালি প্রোগ্রামড টুলস ল্যাঙ্গুয়েজ (এপিটি) প্রথমবারের মতো দেখানো হয়। এপিটি ইংরেজির মতো একটি ভাষা যা যন্ত্রকে বলে দিত, কীভাবে সেটা কাজ করবে।

যন্ত্রের জন্য প্রোগ্রামিং ভাষা এপিটিকম্পিউটার হিস্ট্রি ডট ওআরজি

২৫ ফেব্রুয়ারি ১৯৫৯
এপিটি প্রোগ্রামিং ভাষা দেখানো হলো
উচ্চস্তরের প্রোগ্রামিং ভাষা অটোমেটিক্যালি প্রোগ্রামড টুলস ল্যাঙ্গুয়েজ (এপিটি) প্রথমবারের মতো দেখানো হয়। এপিটি ইংরেজির মতো একটি ভাষা যা যন্ত্রকে বলে দিত, কীভাবে সেটা কাজ করবে। মূলত কম্পিউটার–সহায়ক উৎপাদনের কাজে এপিটি ব্যবহার করা হতো। যন্ত্র নিজেই যন্ত্র বানাবে—এমনটা সম্ভব হয় এপিটির কারণে।

ডগলাস টেইলর রস
কম্পিউটার হিস্ট্রি ডট ওআরজি

১৯৫৯ সালের ২৮ মার্চ নিউ ইয়র্কার পত্রিকার এক নিবন্ধে বলা হয়, বিমানবাহিনী ঘোষণা দিয়েছে যে তাদের একটি যন্ত্র ইংরেজির মতো ভাষায় একটি নির্দেশনা গ্রহণ করেছে। এই নির্দেশনা থেকে অন্য যন্ত্রকে শেখানোর কাজও করতে পারবে যন্ত্রটি। বিমানবাহিনীর একজন জেনারেল মন্তব্য করেছিলেন, অন্য কেউ সামলাতে পারবে না, এপিটি ব্যবহার করে এমন যুদ্ধযন্ত্র যুক্তরাষ্ট্র তৈরি করতে পারবে। এপিটি ভাষা তৈরি করেছিলেন মার্কিন কম্পিউটারবিজ্ঞানী ডগলাস টেইলর রস।