ই-ক্যাব নির্বাচনের জন্য প্যানেল ঘোষণা করল ‘টিম ইউনাইটেড’

টিম ইউনাইটেড প্যানেলের সদস্যরাসংগৃহীত

দেশের ই-কমার্স খাতের সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৫-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন হবে ৩১ মে। নির্বাচনকে সামনে রেখে ১১ সদস্যের প্যানেল ঘোষণা করেছে ‘টিম ইউনাইটেড’। আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টিম ইউনাইটেড।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উদ্যোক্তা পরিবেশ সহজ করাসহ প্রযুক্তি ও নীতিগত উদ্যোগ গ্রহণ, উদ্যোক্তাদের অধিকার রক্ষা, নারী ও তরুণ উদ্যোক্তাদের অগ্রাধিকার দিতে কাজ করবে টিম ইউনাইটেড। প্যানেলের সদস্যরা হচ্ছেন এজিউর কুইজিনের মোছা. জান্নাতুল হক, ডায়াবেটিস স্টোর লিমিটেডের মোহাম্মদ সাহাব উদ্দিন, পার্পেল আইটি লিমিটেডের ছালেহ আহমদ, নিজল ক্রিয়েটিভের আবু সুফিয়ান নিলাভ ভূঁইয়া, বিক্রয় বাজার ডটকমের এস এম নুরুন নবী, ক্লিন ফোর্স লিমিটেডের মো. তাসদীখ হাবীব, খেত খামারের মো. নুর ইসলাম, নওরিনস মিররের হোসনে আরা, ওয়ান মল লিমিটেডের সাইফুর রহমান, এক্সপ্রেস ইন টাউন লিমিটেডের সৈয়দ উছওয়াত ইমাম এবং ইনসেপশন টেকনোলজিস লিমিটেডের মোহাম্মদ এমরান।

আরও পড়ুন

প্যানেল প্রসঙ্গে মোছা. জান্নাতুল হক বলেন, ‘বাংলাদেশের স্টার্টআপ ও উদ্যোক্তা পরিবেশে ইতিবাচক পরিবর্তনের ঢেউ উঠেছে। এই পরিবর্তনকে সুশৃঙ্খল করতে এবং আরও কার্যকরভাবে এগিয়ে নিতে টিম ইউনাইটেড একটি বাস্তবভিত্তিক, প্রযুক্তিসম্পন্ন ও টেকসই পরিকল্পনা নিয়ে নির্বাচন করছে। এই প্যানেল উদ্যোক্তাদের অভিজ্ঞতা, সমস্যা ও সম্ভাবনাকে গুরুত্ব দিয়ে একটি সম্মিলিত কণ্ঠস্বর গঠনে বিশ্বাসী। আমরা একটি শক্তিশালী, দায়িত্বশীল ও প্রগতিশীল টিম হিসেবে ই-ক্যাবকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে দৃঢ়প্রতিজ্ঞ।’

উল্লেখ্য, ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ৩৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ভোটার রয়েছেন ৫০২ জন।

আরও পড়ুন