টিকটকে ভিডিও পছন্দ করা ব্যক্তিদের পরিচয় জানতে পারবেন নির্মাতারা

টিকটকরয়টার্স

টিকটকে কোনো ভিডিও পছন্দ হলে অনেকেই ভিডিওটি প্রিয় তালিকায় যুক্ত করে রাখেন। ফলে পরবর্তী সময়ে মন চাইলে আবারও ভিডিওটি দেখা যায়। নিজেদের তৈরি ভিডিও কতজন প্রিয় তালিকায় রেখেছেন, তা জানা গেলেও তাদের পরিচয় জানা যেত না। এবার ভিডিও পছন্দ করা ব্যক্তিদের পরিচয় নির্মাতাদের জানাবে টিকটক। এ জন্য ফেবারিটস নোটিফিকেশনস সুবিধা হালনাগাদ করেছে ভিডিও বিনিময়ের নেটওয়ার্কটি।

আরও পড়ুন

নতুন এ সুবিধা চালুর ফলে টিকটকে কোনো ভিডিও প্রিয় তালিকায় রাখলে বা ‘ফেবারিটস’ করলে, তা বার্তার মাধ্যমে জানতে পারবেন ভিডিও নির্মাতারা। এর অর্থ, যিনি টিকটকে ভিডিও ফেবারিটস করবেন, তাঁর অ্যাকাউন্টের পরিচয় আর গোপন থাকবে না। সামাজিক যোগাযোগমাধ্যম হিসেবে পরিচিত আরও বেশ কয়েকটি অ্যাপে এ ধরনের সুবিধা আগে থেকেই চালু রয়েছে।

আরও পড়ুন

ভিডিও নির্মাতাদের জন্য ফেবারিটস নোটিফিকেশনস সুবিধা উপকারী হলেও দর্শকদের জন্য ততটা স্বস্তিকর না–ও হতে পারে। কারও ভিডিও প্রিয় তালিকায় যুক্ত করার অর্থ, সেটি পছন্দ করা ও পরে আবার সেটি দেখার জন্য ফিরে আসা। এটি মূলত লাইকের পরবর্তী ধাপ। এ ক্ষেত্রে বিষয়টি ভিডিও নির্মাতা জানতে পারলে দর্শকের জন্য তা অনেক সময় মানহানিকর হতে পারে। ফলে কোনো ভিডিও ফেবারিটস করার আগে দ্বিতীয়বার ভাববেন তাঁরা।

আরও পড়ুন

টিকটকের এক মুখপাত্র জানান, কমিউনিটিতে আরও বাড়তি সুবিধা যোগ করার জন্য টিকটক সব সময়ই চেষ্টা করে। ফেবারিটস নোটিফিকেশনসের মাধ্যমে কমিউনিটি এনগেজমেন্ট ও ক্রিয়েটর এনালাইটিকসের নতুন পদ্ধতি পরীক্ষা করা হচ্ছে।
সূত্র: ম্যাশেবল

আরও পড়ুন