বালু দিয়ে তৈরি ব্যাটারিতে উষ্ণ থাকবে শহর, কমবে কার্বন নিঃসরণ
জলবায়ুর পরিবর্তন ও পরিবেশদূষণ রোধে বিশ্বজুড়ে নানা ধরনের চেষ্টা করছেন বিজ্ঞানীরা। বায়ুমণ্ডলে কার্বন নিঃসরণ কমাতে এবার বালু দিয়ে তৈরি বিশাল আকারের ব্যাটারি বানাচ্ছে ফিনল্যান্ড। পাওয়ার প্ল্যান্টের বিশাল কাঠামোর মধ্যে বালু বা চূর্ণ খনিজকে উত্তপ্ত করে ভবিষ্যতের শক্তির আধার হিসেবে ব্যবহার করা হবে এ ব্যাটারি। ফিনল্যান্ডের পোরনাইনেন শহরে নতুন এই বালুর ব্যাটারি তৈরি করছে লোভিসান ল্যাম্পো ও পোলার নাইট এনার্জি নামের দুটি প্রতিষ্ঠান।
বালু দিয়ে তৈরি ব্যাটারিটি সৌর ও বায়ু উত্স থেকে ১০০ মেগাওয়াট তাপশক্তি সঞ্চয় করতে পারবে। ফলে ব্যাটারি থেকে পাওয়া তাপশক্তি কাজে লাগিয়ে স্থানীয় বাসিন্দাদের ঘর উষ্ণ রাখা যাবে। বর্তমানে তেল থেকে পাওয়া তাপশক্তি ব্যবহারে ফিনল্যান্ডের বিভিন্ন শহরে ঘর বা অফিস উষ্ণ করা হয়। এই বালুর ব্যাটারি কাজ শুরু করলে পোরনাইনেন শহরের কার্বন নির্গমন প্রায় ৭০ শতাংশ কমে যাবে। আগামী এক বছরের মধ্যে ব্যাটারিটির ব্যবহার শুরু হবে।
পোলার নাইট এনার্জির তথ্যমতে, বালু বা চূর্ণ খনিজকে উত্তপ্ত করে পরে সেই শক্তি গরম বাতাস ও উষ্ণ পানির মাধ্যমে বিভিন্ন ঘরে পাঠানো হবে। এ বিষয়ে পোলার নাইট এনার্জির প্রধান পরিচালন কর্মকর্তা লিসা নাসকালি বলেন, এই ব্যাটারি বেশি তাপশক্তি সঞ্চয় করতে পারবে। পোরনাইনেন শহরের হিটিং নেটওয়ার্কে প্রাথমিক উৎপাদন প্ল্যান্ট হিসেবে কাজ করবে এই ব্যাটারি। এ প্রকল্পটিকে বালু দিয়ে তৈরি ব্যাটারি প্রযুক্তির উন্নয়নে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ বলা যায়।
ফিনল্যান্ডে বালু দিয়ে তৈরি ব্যাটারির ব্যবহার বাড়ছে। বালুর ব্যাটারি ব্যবহারের একটি রাজনৈতিক পটভূমিও আছে। ফিনল্যান্ড ইউরোপের সামরিক জোট ন্যাটোতে যোগ দেওয়ার পর রাশিয়া গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। তখন সংকট মোকাবিলা করতে ব্যাটারিনির্ভর জ্বালানি ব্যবহারে আগ্রহী হয় ফিনল্যান্ড।
সূত্র: ইউরোনিউজ