টেকসই ভবন তৈরির জন্য সমুদ্রের গ্লাস স্পঞ্জের আদলে নতুন কাঠামো তৈরি করেছেন বিজ্ঞানীরা
টেকসই ভবন তৈরির জন্য সমুদ্রের গ্লাস স্পঞ্জের (ছিদ্রযুক্ত জলজ প্রাণী) শরীরের আদলে শক্তিশালী কাঠামো তৈরি করেছেন অস্ট্রেলিয়ার আরএমআইটি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। বায়ো-ইনস্পায়ারড ল্যাটিস স্ট্রাকচার (বিএলএস) নামের কাঠামোটিতে গ্লাস স্পঞ্জের শরীরের আদলে জালি রয়েছে। অক্সেটিক উপাদান দিয়ে তৈরি এই কাঠামো ব্যবহার করে সহজেই শক্তিশালী ও ভাঙন প্রতিরোধী অবকাঠামো তৈরি করা সম্ভব হবে বলে জানিয়েছেন তাঁরা।
গভীর সমুদ্রে বসবাসকারী গ্লাস স্পঞ্জ অন্য প্রাণীদের চেয়ে বেশ আলাদা। গ্লাস স্পঞ্জের পুরো শরীরে হালকা জালির মতো থাকলেও সেগুলো বেশ শক্ত। বিষয়টি মাথায় রেখে গ্লাস স্পঞ্জের শরীরে থাকা জালির মতো কাঠামোটি তৈরি করা হয়েছে। এ বিষয়ে বিজ্ঞানী জিয়ামিং মা বলেন, বেশির ভাগ উপাদান প্রসারিত হলে পাতলা হয়ে যায় বা রাবারের মতো চাপ দিলে মোটা হয়ে যায়। অন্যদিকে অক্সেটিকের কাজের ধরন বিপরীত।
কম্পোজিট স্ট্রাকচার নামের বৈজ্ঞানিক সাময়িকীতে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, এরই মধ্যে থার্মোপ্লাস্টিক পলিউরেথেন (পলিউরেথেন রাবার) থেকে নতুন কাঠামোর একটি নকশা তৈরি করেছেন বিজ্ঞানীরা। এ বিষয়ে বিজ্ঞানী জিয়ামিং মা বলেন, ‘আমরা নির্মাণ খাতে ইস্পাত ও সিমেন্টের ব্যবহার কমাতে নতুন নকশা ব্যবহার করতে চাই। নতুন নকশা ক্রীড়া সরঞ্জাম ও বিভিন্ন চিকিৎসা পণ্যে ব্যবহার করা যেতে পারে।’
সূত্র: নিউ এটলাস