মহাকাশে হারিয়ে গেছে গ্রিনহাউস গ্যাস পর্যবেক্ষণের জন্য পাঠানো স্যাটেলাইট
গ্রিনহাউস গ্যাস নির্গমন পর্যবেক্ষণের জন্য মহাকাশে পাঠানোর পর একটি স্যাটেলাইট মহাকাশে হারিয়ে গেছে। আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও নিউজিল্যান্ড সরকারের আর্থিক সহায়তায় নির্মিত স্যাটেলাইটটি তৈরিতে খরচ হয়েছিল প্রায় ৮ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। বিজ্ঞানীদের তথ্যমতে, গ্রিনহাউস গ্যাস নির্গমন পর্যবেক্ষণ করত সক্ষম স্যাটেলাইটটি প্রযুক্তিগত সমস্যার কারণে কাজ বন্ধ করে দিয়েছে। এর ফলে মহাকাশে অদৃশ্য হয়ে গেছে স্যাটেলাইট।
নিউজিল্যান্ড স্পেস এজেন্সির কর্মকর্তা অ্যান্ড্রু জনসন জানিয়েছেন, এটি বেশ হতাশাজনক। মহাকাশ নিয়ে যাঁরা কাজ করেন, তাঁরা জানেন, এমন অভিযান খুবই চ্যালেঞ্জের। যুক্তরাষ্ট্রের পরিবেশ প্রতিরক্ষা তহবিলের অংশ হিসেবে এই স্যাটেলাইট তৈরি করা হয়েছিল। যুক্তরাষ্ট্রের পরিবেশ প্রতিরক্ষা তহবিলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যামি মিডলটন বলেন, ‘আমরা এটিকে ব্যর্থতা নয়, বিপত্তি হিসেবে দেখছি। গত বছরের মার্চ মাসে মিথেনস্যাটের সূচনা হয়।’
মিথেন সাধারণভাবে শক্তিশালী গ্রিনহাউস গ্যাস। এই গ্যাসের কারণে ২০ বছরের মেয়াদকালে কার্বন ডাই–অক্সাইডের চেয়ে ৮০ গুণ উষ্ণায়নের ক্ষমতা রয়েছে। বিজ্ঞানীদের তথ্যমতে, তেল ও গ্যাসকূপের লিকেজ বন্ধ করতে না পারলে মিথেন গ্যাসের প্রভাবে বৈশ্বিক উষ্ণায়ন দ্রুত বাড়বে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া