কুকুর কি বিশেষ শব্দের অর্থ বুঝতে পারে

কুকুরছবি: রয়টার্স

কুকুর কি মানুষের ভাষা বোঝে—এ প্রশ্নের উত্তর এখনো অজানা। তবে নতুন এক গবেষণায় জানা গেছে, মানুষ যেসব শব্দ করে, তার অনেক কিছুর অর্থই কুকুর বুঝতে পারে। এত দিন ধারণা করা হতো, কুকুর শুধু আদেশধর্মী শব্দ, যেমন যাও, ওঠো, বসো ইত্যাদি শব্দ বুঝতে পারে। কিন্তু নতুন এক গবেষণায় কুকুরের মস্তিষ্কের ক্রিয়াকলাপ বিশ্লেষণ করে নতুন তথ্য পেয়েছেন গবেষকেরা। তাদের মতে, কুকুরের জগৎ অন্যরকম। মানুষের ব্যবহার করা অনেক শব্দের অর্থ খুব সহজেই বুঝতে পারে কুকুর। কুকুরের মস্তিষ্ক আদেশমূলক শব্দের বাইরেও অনেক শব্দের সারমর্ম বুঝতে পারে।

হাঙ্গেরির ইওটভস লোরান্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী মারিয়ানা বোরোস বলেন, আমি মনে করি সব কুকুরের মধ্যেই ভিন্ন ধরনের ক্ষমতা আছে। গবেষণার ফলাফল আমাদের ভাষার বিবর্তন সম্পর্কে আরও বুঝতে সহায়তা করবে। বিজ্ঞানীরা অনেক বছর ধরেই কুকুর শব্দের অর্থ শিখতে পারে কি না, তা জানতে আগ্রহী। ২০২২ সালের একটি গবেষণায় জানা যায়, কুকুরের মালিকেরা মনে করেন তাঁদের সঙ্গী প্রাণী ১৫ থেকে ২১৫ শব্দের অর্থ বুঝে প্রতিক্রিয়া জানাতে পারে।

নতুন এ গবেষণায় মানুষের কথা কুকুরের মস্তিষ্কে কী প্রভাব রাখে, তা নিয়ে গবেষণা করা হয়েছে। নতুন এ গবেষণায় ১৮টি কুকুরের মালিক তাঁর পোষা প্রাণী নিয়ে অংশ নেন। গবেষণা চলাকালে প্রতিটি কুকুরকে বল, স্যান্ডেল, ফ্রিসবি, রবারের খেলনাসহ পাঁচটি পরিচিত বস্তুর ছবি দেখানো হয়। এরপর কুকুরদের বিভ্রান্ত করার জন্য হাতে ফ্রিসবি বা অন্য পরিচিত বস্তু নিয়ে বলা হয় ‘এই যে বল’। পরীক্ষার সময় গবেষকেরা নন-ইনভেসিভ ইলেক্ট্রোএনসেফালোগ্রাফি বা ইইজির মাধ্যমে কুকুরের মস্তিষ্কের কার্যকলাপ পর্যবেক্ষণ করেন। যখন বিভিন্ন বস্তুর সঙ্গে মানুষের কথা মিলে যায়, তখন কুকুরের মস্তিষ্কে ভিন্ন আলোড়ন দেখা গেছে।

কারেন্ট বায়োলজিতে কুকুরের মানুষের ভাষা বোঝার ক্ষমতা নিয়ে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। বিজ্ঞানীরা মানুষ ছাড়া অন্য প্রাণীর মধ্যে শব্দজ্ঞানের স্নায়বিক প্রমাণ পেয়েছেন বলে দাবি করেছেন। বিজ্ঞানী বোরোস বলেন, আমরা বলতে চাই না, কুকুরেরা মানুষের মতো শব্দ বোঝে। এ বিষয়ে আরও কাজ করতে হবে। কুকুর নির্দিষ্ট বস্তু ছাড়া অন্য বস্তু চিনতে পারে না। কুকুর যে বল দিয়ে খেলে, তা চিনতে পারে। কিন্তু অন্য বল বা ফ্রিসবি সামনে আনলে কুকুর তেমন গুরুত্ব দেয় না।
সূত্র: দ্য গার্ডিয়ান