গাছের অবস্থা দেখে অগ্ন্যুৎপাতের আগাম তথ্য জানা কি সম্ভব
আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মতো প্রাকৃতিক দুর্যোগের সঠিক পূর্বাভাস করা বেশ কঠিন। অগ্ন্যুৎপাতের আগে আগ্নেয়গিরির আশপাশের ভূপৃষ্ঠের নিচে বেশ কিছু পরিবর্তন দেখা যায়। আর তাই বর্তমানে বিভিন্ন পর্যবেক্ষণযন্ত্রের মাধ্যমে সম্ভাব্য অগ্ন্যুৎপাত সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা করা হয়ে থাকে। তবে আগ্নেয়গিরির আশপাশে থাকা গাছ পর্যবেক্ষণ করেও অগ্ন্যুৎপাতের পূর্বাভাস পাওয়া সম্ভব বলে দাবি করেছেন কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী।
অগ্ন্যুৎপাতের পূর্বাভাস জানার প্রাকৃতিক উপায় খুঁজে পেতে রবার্ট বোগের নেতৃত্বে ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী জানিয়েছেন, আগ্নেয়গিরির কারণে আশপাশে থাকা গাছের শেকড়ে পরিবর্তন আসে, যা গাছের বৃদ্ধিতে প্রভাব ফেলে। এ পরিস্থিতি মোকাবিলায় গাছগুলোর সালোকসংশ্লেষণের কার্যক্রমে বেশ পরিবর্তন ঘটে যায়। অনেক সময় পাতার গঠনেও পরিবর্তন আসে। অগ্ন্যুৎপাতের কয়েক মাস আগে গাছের টিস্যুতে এসব পরিবর্তন দেখা যায়। এর ফলে আগ্নেয়গিরির আশপাশে থাকা গাছ পর্যবেক্ষণ করে অগ্ন্যুৎপাতের সম্ভাব্য ঝুঁকি অনুমান করা সম্ভব।
বিজ্ঞানীদের তথ্যমতে, কার্বন ডাই–অক্সাইড, সালফার ও মাটির তাপমাত্রার তারতম্যের সঙ্গে গাছ দ্রুত মানিয়ে নেওয়ার চেষ্টা করে। এর ফলে অগ্ন্যুৎপাতের কয়েক মাস বা বছর আগে উদ্ভিদের টিস্যুতে এসব পরিবর্তন দেখা যায়। আর তাই আগ্নেয়গিরির আশপাশের বিশাল বন অগ্ন্যুৎপাতের পূর্বাভাস জানাতে তথ্য দিতে পারে। নতুন এই গবেষণা ফলাফল জিওকেমিস্ট্রি, জিওফিজিকস ও জিওসিস্টেম সাময়িকীতে প্রকাশিত হয়েছে।
সূত্র: আর্থ