নারী ও পুরুষের স্পর্শ–অনুভূতি কি আলাদা

নারীদের স্পর্শ–অনুভূতি বেশিপেক্সেলস

নারী ও পুরুষের মধ্যে শুধু শারীরিক গড়নে নয়, মনন ও ইন্দ্রিয়তেও পার্থক্য রয়েছে। পুরুষদের মস্তিষ্ক সাধারণত নারীদের তুলনায় ৯ থেকে ১৫ শতাংশ বড় হয়ে থাকে। এবার নতুন এক গবেষণায় দেখা গেছে, নারী ও পুরুষের স্পর্শ–অনুভূতিতে পার্থক্য রয়েছে। নারীদের স্পর্শ–অনুভূতি সাধারণত পুরুষদের তুলনায় বেশি হয়ে থাকে।

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ভার্জিনিয়ার বিজ্ঞানীদের পরিচালিত এ গবেষণায় ৪০ জন অংশগ্রহণকারীর থ্রিডি (ত্রিমাত্রিক) ইমেজিং ও ত্বকের বায়োমেকানিকাল কার্যক্রম বিশ্লেষণ করা হয়। সংগ্রহ করা তথ্যগুলো মেশিন লার্নিংয়ের মাধ্যমে পর্যালোচনা করা দেখা গেছে, নরম ত্বকের সঙ্গে বস্তুর পৃষ্ঠের যোগাযোগের হার কিছুটা বেশি হয়। ফলে নারীদের স্পর্শ–অনুভূতি সাধারণত পুরুষদের তুলনায় বেশি হয়।

নারী ও পুরুষের স্পর্শ–অনুভূতিতে পার্থক্যের বিষয়টি ভবিষ্যতে পরিধানযোগ্য প্রযুক্তিপণ্য ও সেন্সরনির্ভর প্রযুক্তি উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে বিজ্ঞানী জর্জ গারলিং জানিয়েছেন, নারীদের স্পর্শ–অনুভূতি পুরুষদের তুলনায় বেশি। তাঁদের আঙুল নরম হয় বলে স্পর্শ–অনুভূতিও আলাদা। স্পর্শের পার্থক্য বিস্তারিত তথ্য জানতে এখনো গবেষণা চলছে।

সূত্র: ফিজিস ডট অর্গ