সৌরবিদ্যুতে চলা চারটি নতুন পাওয়ার ইনভার্টার

সম্মেলনে বক্তব্য দিচ্ছেন হুয়াওয়ে দক্ষিণ এশিয়ার ডিজিটাল পাওয়ার বিভাগের ব্যবস্থাপনা পরিচালক লিয়াং উইশিংসংগৃহীত

দেশের বাজারে সৌরবিদ্যুতে চলা চারটি পাওয়ার ইনভার্টার এনেছে হুয়াওয়ে। গত শনিবার রাজধানী ঢাকায় অনুষ্ঠিত ‘হুয়াওয়ে পার্টনার ইকোলজিক্যাল কনফারেন্স ২০২৩’ শীর্ষক সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশ।

সম্মেলনে হুয়াওয়ে দক্ষিণ এশিয়ার ডিজিটাল পাওয়ার বিভাগের ব্যবস্থাপনা পরিচালক লিয়াং উইশিং বলেন, ‘বাংলাদেশের শিল্প খাতের জন্য ডিজিটাল জ্বালানি তুলনামূলকভাবে নতুন ধারণা। নতুন এই ধারণা শিল্প খাতে বিদ্যুৎ ব্যবহার কমানোর পাশাপাশি আত্মনির্ভরশীল করে তুলতেও ভূমিকা রাখবে। এরই ধারাবাহিকতায় আমরা বাংলাদেশে সৌরবিদ্যুতে চলা চারটি পাওয়ার ইনভার্টার নিয়ে এসেছি। আমার বিশ্বাস, এসব পণ্যের মাধ্যমে বাংলাদেশ উপকৃত হবে।’

বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা নিয়ে আলোচনার পাশাপাশি সম্মেলনে পাওয়ার ইনভার্টারগুলোর কার্যকারিতা তুলে ধরা হয়। বক্তারা জানান, বাণিজ্যিক ও শিল্প খাতের জন্য তৈরি হুয়াওয়ে ইনভার্টারগুলো রিভার্স কারেন্ট ফ্লো, শর্টসার্কিট ও আগুনের ঝুঁকি থেকে রক্ষা করে। শুধু তা–ই নয়, ইনভার্টারগুলো বন্ধের প্রয়োজন না হওয়ায় পরিচালন ব্যয় কম হয়।

বর্তমানে বাংলাদেশে বিভিন্ন ইপিসি প্রতিষ্ঠান সহযোগী হিসেবে হুয়াওয়ের সঙ্গে কাজ করছে। বাংলাদেশে ডিজিটাল জ্বালানির সম্ভাবনা নিয়ে ভূমিকা রাখার জন্য ওমেরা রিনিউয়েবল এনার্জি লিমিটেড, সিনার্জি লিমিটেড এবং সোলার ইপিসি ডেভেলপমেন্ট লিমিটেডকে পুরস্কার দিয়েছে হুয়াওয়ে।